১৯৫২ এর ভাষা আন্দোলনে একদল তরুন রাজপথ উত্তাল করে ফেলেছিল একটি মাত্র স্লোগানে ""রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই""
এমনকি প্রানের ভাষা কে কিছু তরতাজা প্রানের বিনিময়ে ছিনিয়ে আনতেও বিন্দুমাত্র দ্বিধা করেন নি .... তাদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলী
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী ...
আমি কি ভুলিতে পারি...
ছেলে হারা কত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারী....
আমি কি ভুলিতে পারি....
আমার সোনার দেশের রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারী ...
আমি কি ভুলিতে পারি...
মোদের গর্ব মোদের আশা .....
আমরি বাংলা ভাষা....
ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা ...
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা....
আয়ুর প্রথম হৃদয়মথিত শব্দ....
মনুষ্যত্বের প্রথম দীক্ষা যে উচ্চারনে...
তারই সম্মানের জন্য তারা যুথিবদ্ধ হয়ে দাড়িয়েছিল ...
হে বীর !!! হে যোদ্ধা !!!
তোমাদের প্রতি আমাদের সামান্য শ্রদ্ধা !!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



