চোখ এমন হবার অন্যতম কারণ রাতে ঘুম না হওয়া। একদমি ঘুম আসছিলো না। এমনি সারারাত জাগলেও আমার চোখেমুখে কখনও সেটা ধরা পরেনা। কিন্তু মানসিক চাপে থাকায় তার সবটাই নির্ঘুম রাতের চোখে ফুটে উঠেছে।
রাতে অনেকক্ষণ ঘুমাতে চেষ্টা করেছিলাম,গান শুনেছি। তারপরও ঘুম আসছিলো না। ঘুম আর আসবেনা ভেবে মোবাইল থেকে অনলাইনে আসলাম। এসে দেখি আমার আপু! যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। আমার বেলায় কথাটা খাটলোনা। আমি ওর সাথে রাত-বিরেতেই গল্প শুরু করলাম। কি রেধেছো, কি খেয়েছো, কি করছো...ও প্রথমে খেয়াল না করলেও একটু পর ধরা পড়লাম রাত জাগা আমি।
-এখনও ঘুমাওনি? এভাবে প্রতিদিন রাত জাগলে তো মাথা ব্যাথা করবেই।
--ঘুম আসলে তো ঘুমাবো!
-কিছু একটা পড়তে পড়তে ঘুমিয়ে যা...
--এখন আলো জ্বালাতে পারবো না।
-তাহলে চোখ বন্ধ করে ঘুমানোর ট্রাই কর। আমি যাই আমার একটু কাজ আছে।
--অনেক করেছি। আসেনা। ঠিক আছে তুমি কাজ করো আমি জাচ্ছি।
শুয়ে শুয়ে আগের কথা ভাবলাম আমরা কত্ত একসাথে ঘুমিয়েছি। এখন আপুটা থাকলে হয়ত এ্যালিসের বড় বোনের মতো আধশোয়া হয়ে আমাকে গল্প পড়ে শুনাতে শুনাত ঘুম পাড়িয়ে দিতো। গল্প শুনাতে না পারলেও আদর করে ঘুমাতে যেতে বললো কিন্তু কে শোনে কার কথা! আমি আমার অন্য একটা আপুকে ডাকাডাকি শুরু করলাম।
-আপু আছেন? একদমি ঘুম আসছেনা...
আমার ভাগ্যটাই খারাপ র'আপুটাও নাই।
আমার আপুটা সারাজীবন আমাকে আগলে রেখেছে। অথচ আমি তোমাকে কত কষ্টই না দিয়েছি। তুমি আমাকে কত বুঝিয়েছ শুনিয়েছ অথচ আমি কখনও বুঝতে চাইনি। তোমার সাথে কথাকাটাকাটি আর ঝগড়া করে গিয়েছি। ছোটবেলা থেকে তুমি চাইতে আমি ডক্টর হই অথচ আমি এখনও লেখাপড়া ঠিকভাবে করিনা। তুমি যদি শুনো আমি ক্লাসে যাওয়া বন্ধ করে দিয়েছি খুব রাগ করবে তাইনা? দেখলে কত স্বার্থপর তোমার বোনটা! নিজের কষ্টকেই সে বড় করে দেখে...তোমাদের স্বপ্ন আশা শুধু গুড়িয়ে দেয়...তোমাকে অনেক অনেক ভালোবাসি তুমি আমাকে আরও আগলে রেখ...দেখলে তো আবারও স্বার্থপরের মত নিজের জন্য চাইছি! তোমার কাছে আ-জীবন হয়ত স্বার্থপরের মতো চেয়েই যাব। আমি জানি তুমি দিবে কারণ আমাদের আত্মা এক সুত্রে গাঁথা। তুমি যে আমাকে কত কত ভালবাসো সেটা আমি আমার এই বছরের কঠিন সময়গুলায় নতুন করে বুঝেছি।
র'আপুটার এখনও খোঁজ নেই।
এখন প্রত্যেকটা দিন আমি মাথাব্যাথায় কাতরাই তাই, ডক্টর আমাকে ব্লাড টেস্ট দিয়েছে সেগুলা করাইনি তাই র'আপু রাগ করে।
র'আপুটা আমাকে সবসময় পিচ্চি পিচ্চি বলে ডাকে [যতই বড় হইনা কেনো আপুগুলো কেনো জানি সবসময় পিচ্চি ই ভাবে!
...
আপুকে আমি সারাক্ষণ জ্বালিয়ে মারি। কখনও আমার হতাশার কথা শুনিয়ে, কখনও গান শুনিয়ে। হিহিহি...
একদিন আপুটার সামনে এক B!t**'কে একটা গালি দিলাম। র'আপুটা আমার গালি শুনে হেসে গড়াগড়ি খেতে শুরু করলো। বলল, শুনেছি এটা নাকি বাংলা ভাষার সবচাইতে ভদ্র গালি! তোমার মুখে শুনে আমার ভীষণ হাসি পাচ্ছে, তুমি যত বলছো আমার তত হাসি পাচ্ছে। হিহিহি...ঐ B!t**'এর কথা ভুলে আমিও ততক্ষণে হাসতে শুরু করলাম। পরে র'আপুটাকে সরি বললাম, তখন ওভাবে গালি দেওয়ার জন্য সরি। র'আপুটা বললো, আমি কি পর কেউ যে আমার সামনে গালি দিলে সরি বলতে হবে? তবে এখন থেকে আর গালি দিওনা। গালি দিলে তো ওদের আর কিছু হয়না। বরং তোমারই পরে খারাপ লাগবে। [বোঝাই যাচ্ছে এখনও আপুর কথা রাখতে পারিনি।
কত অল্প সময়েই কত দূরের একজন মানুষ কত আপন হয়ে যায়! আবার কত অল্প সময়ে কত আপন কত কাছের মানুষ কত পর হয়ে যায়!
মাঝেমধ্য আমি র'আপুটাকে ধাঁধা জিগেস করি আর ভাবি এবার আপু পারবেনা, আপু দেখবে আমার কত্তো বুদ্ধি
জানি :!> :#>
সেদিন র'আপুটার সাথে কথা বলতে বলতে কেন জানি মন খারাপ করে কেঁদে ফেললাম। আমার কাঁন্না দেখে আপুর হার্ট এ্যাটাক হবার দশা। গতকাল আমার জন্য টেনশান করে বোধহয় প্রেশার বেড়ে মাথা ঘুড়িয়ে পড়ে যাচ্ছিল। ভাগ্যিস ভাইয়া ছিলো! বাসায় এসে আমাকে বলার পর খুবই মন খারাপ লাগলো। ইচ্ছা করছিলো আপুকে জড়িয়ে ধরে একটু কাঁদি। যদিও সেটা প্রকাশ করলামনা। আবার কাঁদতে দেখলে কি না কি হয়!
আমি সবসময় দেখেছি আমার চাইতে অনেক বড় আপুরা আমার খুব ভালো বন্ধু হয়। আমার সমবয়সীদের সাথে সবসময় ঝগড়া লাগে। সেটা অবশ্য বন্ধুত্বের অন্য একটা পাশ [নাকি আমি ঝগড়াটে বলে...
আজকে আমার সব আপুদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ রইলো। তোমরা আমাকে অনেক ভালোবাসো কিন্তু আমি কখনওই তোমাদের যোগ্য, তোমাদের মতো ভালো হতে পারলাম না। না হতে পারলাম ভালো ছোট বোন, না ভালো সমবয়সী বোন, না ভালো বড় বোন! অথচ আমার বড়, সমান, ছোট বোনেরা আমার জন্য কত্তো করো। তোমরা আমাকে যতই স্রোতের সাথে এগিয়ে যাবার শক্তি দাও আমি ততই স্রোতের বিপরীতে যাই। তবে এতটুকু বলতে পারি তোমাদের সবাইকে অনেক অনেক ভালবাসি...তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত আগলে রাখার জন্য, আমাকে সবসময় উৎসাহ দেবার জন্য...
****************************************************************************************
র'আপুকে নিয়ে লিখতে গিয়ে অন্য আপুদের কথাও চলে আসলো! তবে এই পোষ্টটা শুধুমাত্র র'আপুটাকে উৎস্বর্গ করে... র'আপুটা আমাকে অনেক উৎসাহ দেয়, হতাশ আমাকে অনেক আশাবাদী কথা শুনায়, অনেক আগলে রাখে। আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ আমার র'আপু হবার জন্য।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১১ ভোর ৬:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




