আজকের সকালটা, দুপুরটা, বিকালটা খুব সুন্দর ছিলো। তবে সবচাইতে সুন্দর মূর্হুতটা হল এখন...কারণ, এখন অলস বিকালের শেষ রোদে মায়াভরা উষ্মতা নিয়ে একটা পিচ্চি গুল্লু বাবুর জন্ম হলো। চারদিকে খুশির রোল পড়ে গেলো, হৈচৈ পড়ে গেলো আর গুল্লু বাবুটা ওঁয়া ওঁয়া করে কেঁদে উঠলো, অবাক চোখে বিশ্ব দেখলো, বড় বড় কান দিয়ে তাকে নিয়ে উত্তেজিত কথাবার্তা শুনলো, মায়ের বুকে মাথা রেখে মায়ের হৃদস্পদনের সুরে সুরে ঘুম পড়লো!
গুল্লু বাবুর জন্ম হয়েছিলো সাতক্ষীরায়, দিন ছিলো মঙ্গলবার, ২৯ মার্চ,বাংলা ১৬ চৈত্র, হিজরী ১০ শা'বান।
গুল্লু বাবুটার ভাগ্য ভালো আমি তখন ছিলামনা। নাহলে গালে টিপে লাল করে আদর করে মেরেই ফেলতাম!

যতই দিন যাচ্ছিলো বাবুটা ততই আদুরে, গুল্লু হয়ে উঠছিলো। এত্ত আদুরে, কিউট, গুল্লু ছিলো বেবীটা যে তার কিউটনেসের জন্য পুরোষ্কার পেয়ে বসেছিলো!!! গুল্লু বাবুটা এখনও ভীষন আদুরে, দিন দিন বেড়েই যাচ্ছে আর আমি চিন্তায় আছি!

তার উপরে সেদিন বললো সে নাকি মাথায় তেল দিয়ে সিঁথি কাটবে, গলায় পাউডার দিয়ে গুড্ডিশ বয় সাজবে!!!

হিহিহি...


আজও মঙ্গলবার, ২৯ মার্চ ২০১১, ১৫ চৈত্র ১৪১৭, ২৩ রবিউস সানি ১৪৩২। আজকে
ওর জন্মদিন।
আজকে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম..কিন্তু তোমার ব্যস্ততার কারণে দিতে এখনও দিতে পারিনি।

এই রে...থাক থাক আজ আর জ্বালাবোনা।
শুভ জন্মদিন
শাওন !!! গুল্লু অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্য...
*************************************
তোমার জন্য আমার খুব প্রিয় একটা জন্মদিনের গান
তোমার জন্য জন্মদিনের গান
শুভ জন্মদিন
শুভ জন্মদিন
শুভ জন্মদিন
শুভ জন্মদিন!!!হিহিহি...
শুভ জন্মদিন!!!হিহিহি...
শুভ জন্মদিন!!!হিহিহি...
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১১ সকাল ৭:৫০