একে একে গর্ত থেকে বেরিয়ে আসে সকলে
কেউ বুদ্ধিজীবির পোষাকে
কেউ ধর্মীয় লেবাসে
-ভোটের অধিকার আদায়ে।
বাতাসে উড়ছে টাকা।ছেলে চারশ,মেয়ে পাঁচশ-মিছিলের দর
বাতাসে উড়ছে বুদ্ধির বিরুদ্ধে বুদ্ধি
বাতাসে উড়ছে স্বার্থের বিরুদ্ধে স্বার্থ
বাতাসে উড়ছে দানবের দন্ত,-বিষাক্ত দুর্গন্ধ।
আমি এক কবিকে চিনতাম-কোন এক সময়
এখন তিনি কবিতা ছেড়েছেন
বুদ্ধি বেচে দিয়েছেন-
শৃগালের কাছে।
নির্বাচন বুঝি খুব সন্নিকটে
গর্তের মুখে ভীড়,-তাই বলছে।
সুদীপ
নাটোর
২১/০৮/২০২৩
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



