somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প - ১

০২ রা ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"টরোন্টোতে একজন বাংলাদেশী"



- হ্যালো!

- বন্ধুরাজ, গুড নিউজ আছে। অফিস শেষ করে আমার বাসায় চলে আয়।

- কি গুড নিউজ?

- It’s party time! অনেক লাকি তুই! বাসায় আয় সব বলছি। I’ll be waiting.

- ঠিক আছে। ১ ঘণ্টার মধ্যে আসতেছি। বাই।

- বাই!



ফোন রেখে হাতের কাজে মনোনিবেশ করলো আবরার ইবনে আতিক রুপম। টরোন্টোতে একটি সাইন্টিফিক রিসার্চ প্রোজেক্টে আই.টি. স্পেশালিষ্ট হিসেবে গত চার মাস ধরে কাজ করছে সে। ইনফরমেশন টেকনোলজিতে অনার্স আর মাস্টার্স, এম.ফিল, পি.এইচডি করেছে ন্যানোটেকনোলজির উপর। ওর গবেষণার বিষয় ছিল “Environmental Impact of Nanomaterials”। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই স্কলারশিপ নিয়ে University of Toronto-তে ভর্তি হয়। ক্যানাডাতে ওর আত্মীয়স্বজন নেই। প্রথম দিকে খুব কষ্ট হত। মা-বাবা, ভাই-বোন আর বন্ধুদের ছেড়ে ওর মন টিকত না। এখন সয়ে গেছে। মানব মন বলে কথা! অনেকটা অবুঝ বাচ্চা ছেলের মত। একটু আদর করে মাথায় হাত বুলালেই বশে এসে যায়। ওর বেলায়ও তাই হয়েছে।



অনেক বাঙালি আছে টরোন্টোতে। কিন্তু রুপমের সাথে সখ্যতা আছে শুধু একজনের – তাপস গাঙ্গুলি। বাংলাদেশী না হলেও বাঙালি। রুপমের সবচেয়ে প্রিয় বন্ধু। টরোন্টোতে পা রাখার কয়েকদিনের মধ্যেই ওর সাথে পরিচয় হয়। রুপম মাঝে মাঝে ভাবে, “কিভাবে তাপস আমার এত কাছের হয়ে গেলো?” উত্তর নিজেই খুঁজে বের করে। ভাষা! প্রথম কয়েকদিন শুধু ইংলিশে কথা বলে কাটাতে হয়েছে। রুপমের নাকি বেশিক্ষন টানা অ-বাংলা ভাষা বললে চোয়াল ব্যথা করে। সেখানে তাকে চারদিন কথা বলতে হয়েছে ইংলিশে! চতুর্থ দিনে এসেতো ও কথা বলাই বন্ধ করে দিয়েছিল। শুধু ইয়েস, নো আর মাথা নাড়ানো। এমন অবস্থায় একজন বাঙালি পাওয়া ওর কাছে অনেকটা হারিয়ে যাওয়া সন্তানের মাকে ফিরে পাওয়ার মত। তাইতো! ভাষাতো মায়েরই মত।



তাপস টরোন্টোতে এসেছিল রুপমের ৩ মাস আগে। University of Toronto’র অর্থনীতি বিভাগের ছাত্র ছিল সে। ভার্সিটির এক ক্যাফেতে রুপম বসেছিল সেদিন যেদিন তাপসের সাথে পরিচয়। তাপস তখন মোবাইল ফোনে মায়ের সাথে কলকাতায় কথা বলছিল। ব্যস! পেয়েছে বাঙালি! রুপম কি আর এই সুযোগ হাত ছাড়া করে? নিজেই তাপসের কাছে গিয়ে কথা বলল। “আমি যদি কখন কোন দেশের রাষ্ট্রপ্রধান হই তাহলে এক কাজ করবো”, বলল রুপম। একটু বিস্ময় নিয়ে ওর দিকে তাকিয়ে প্রশ্ন করলো তাপস, “কি করবেন?” “মৃত্যুদণ্ড অবৈধ ঘোষণা করবো। আমার দেশে কাউকে মৃত্যুদণ্ড দেয়া যাবে না”, বলল রুপম। “বাহ! বেশ দিলদরিয়া মনে হয়। তা মশাই, তাহলে কি অপরাধটার একটু অপ্রয়োজনীয় আধিক্য হয়ে যাবে না?” বলল তাপস। “জী না মশাই। মৃত্যুদণ্ডের বদলে আমি অন্য শাস্তি দিবে। শাস্তির নাম হতে পারে ‘ভাষা শাস্তি’।”, বলল রুপম।

- You mean ‘Floating punishment’.

- আরে না। ‘Language punishment’।

- যেমন?

- যে খুব বড় কোন অন্যায় করবে তাকে বাকি জীবনের জন্য অন্য একটা দেশের জেলে পাঠিয়ে দেয়া হবে যেখানে এমন কাউকে সে পাবে না যার সাথে নিজের মাতৃভাষায় কথা বলতে পারে।

- তাতে কি কোন উপকার হবে?

- হবে বৈকি! হতে বাধ্য।

- হলে তো বেশ ভালো। অভিনব শাস্তি। বেশ মানবিকও বটে। তবে তার জন্য অন্যান্য দেশের সাথে একটু বেশিই ভালো সম্পর্ক থাকা লাগবে। তা মশাই, হঠাৎ এমন চিন্তা আসলো কেন?

- আর বলবেন না। আমি টরোন্টোতে পা রেখেছি চারদিন আগে। গত চারদিনে আমি কারো সাথে বাংলায় কথা বলতে পারিনি। ফলস্বরূপ গত রাতে চোয়ালের ব্যথার চোটে আমি পেইনকিলার খেয়েছি।

- হা হা হা!!! ভালোই বলেছেন। ভাষা শুনেতো স্বদেশী মনে হয় না। বাংলাদেশী নাকি?

- আজ্ঞে! কিন্তু কি করে বুঝলেন? আমিতো আপনাদের স্টাইলেই কথা বলার চেষ্টা করছি। হচ্ছে না?

- হচ্ছে কিছুটা।

- তাহলে কি করে বুঝলেন?

- ঐযে বললাম, “কিছুটা হচ্ছে”। পুরটা হলে ধরতে পারতাম না।

- ও! বুঝছি। তাইলে আর আজাইরা চেষ্টা করলাম না।

- হা হা হা!! সেটাই বোধয় ভালো। Anyway, আমি তাপস।

- আমি রুপম।



পরিচয় পর্বটা এমনই ছিল। সেদিন থেকে আজ অবধি ওরা দুজন দুজনের সবচেয়ে কাছের মানুষ। ড্রাইভিং সীটে বসে পুরনো স্মৃতিগুলো এভাবেই হাতড়াচ্ছিল রুপম। আজ সাড়ে ৬ বছর পর জীবনে প্রথমবারের মত ওর মনে হচ্ছে ও তাপসকে হারাবে। হ্যাঁ, ও জানে। ও সত্যিই তাপসকে হারিয়ে ফেলবে। এসব ভাবতে ভাবতে কখন জানি পৌঁছে গেলো তাপসের বাসায়। কিন্তু ভেতরে যেতে ইচ্ছা করছে না। মনের ভেতরটা কেমন জানি হুহু করে উঠল। কিন্তু কেন? ও জানে কেন। তাপস জানে না। ২ ফোটা চোখের পানি ফেলল রুপম। যদি মনটা হালকা হয়! নাহ। হল না। মনের ভেতরের যে জমিটুকু তাপসের নামে লেখা সেই জমিতে আজ হারিয়ে যাওয়ার সূর্য এসে আলো ফেলেছে। সেই সূর্যের এত তীব্রতা যে ভালবাসার এই জমিটুকু জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। ২ ফোটা চোখের পানির বর্ষণে তার তেষ্টা মিটে না। কিন্তু কি করা? বন্ধুরাজ ভেতরে অপেক্ষা করছে। গাড়িতে বসে থাকলে চলবে না।



একবার বেল টিপতেই দরজা খুলল তাপস। মুখে হাসি। কিন্তু বন্ধুরাজের চেহারা দেখেই বুঝল, “গলদ আছে”।



- কি হয়েছে?

- কই?

- তাই? কিছু হয়নি?

- নাতো!

- রুপম, চোখ লাল কেন তাহলে?

- ডাস্ট ঢুকছে মনে হয়। আমি চোখে পানি দিয়ে আসি।

- ওকে।



তাপস জানে কিছু হয়েছে। রুপম জানে তাপস বুঝে ফেলেছে যে ও কেঁদেছে। আবার তাপস এটাও জানে যে রুপম বুঝেছে যে ও বুঝে ফেলেছে। কিন্তু তাও কেউ কোন উচ্চবাচ্য করলো না। রুপম বাথরুমের দিকে গেলো। তাপস অপেক্ষা করলো।



- বল এবার। কি গুড নিউজ?

- UT তোকে ওদের Nanotech department-এর পার্মানেন্ট ফ্যাকাল্টি মেম্বার হিসেবে চায়। প্রফেসর স্টিভের সাথে দেখা হয়েছে। আমার ব্যাঙ্কে এসেছিলো আজ। বলল তোকে ফোন করবে।



“ও, তাই?” বলে একটা শুকনো হাসি দিল রুপম। “তবে আর বলছি কি? পার্মানেন্ট জব পেয়ে গেলি। তাও আবার টিচিং প্রফেশন। যেমন তুই স্বপ্ন দেখতি। সবচেয়ে বড় কথা, it’s a government job which means that you’re definitely gonna get the citizenship of Canada. তোর প্রোজেক্টের কাজ শেষ হতে আর কয় দিন বাকি?”, বলল তাপস। “এইতো, আগামী মাসেই ইনশাল্লাহ শেষ হবে।” নিচু গলায় জানাল রুপম।



তাপস ভেবেছিল হয়তো দেশের কথা, মা-বাবার কথা মনে করে মন খারাপ করেছে রুপম। গুড নিউজটা জানালেই মন ভালো হয়ে যাবে। কিন্তু না। আজ তার বন্ধুরাজ কেমন জানি হয়ে আছে। অন্য কোন সমস্যা। “বন্ধুরাজ, কি হয়েছেরে? বলবি না আমাকে?” বলল তাপস। আর কান্না আটকাতে পারল না রুপম। হাউমাউ করে কেঁদে দিল। “তোর সাথে আমি থাকতে পারব না দোস্ত। I gotta go.” কাঁদতে কাঁদতে বলল রুপম। ওর মাথাটা নিজের বুকে চেপে ধরল তাপস।



- কেন? কি হয়েছে? কোথায় যাবি? কেন যাবি?

- দেশে চলে যাবো।

- মানে? কি বলছিস? UT তে জব পেয়েছিস। দুদিন পর সিটিজেনশিপ পেয়ে যাবি। অ্যান্টি-আঙ্কেল, রুপক, রুবিকে নিয়ে আসবি এখানে। Life settled. দেশে ফিরে যাবি কেন? পাগল হয়েছিস?

- দোস্ত, তোকে আমি বলতাম না যে আমার স্বপ্নটা অনেক বড়? এত বড় যে এই স্বপ্নটাকে বয়ে নিয়ে চলার জন্য আমাকে জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস হাতছাড়া করতে হবে।

- হ্যাঁ, বলতি। কিন্তু কখনো বলিসনি স্বপ্নটা কি। আজ বলবি?

- বলব। দোস্ত, আমার দেশ আমার স্বপ্ন। আমাদের সব আছে দোস্ত। আমারা অনেক সম্পদশালী। শুধু আমারা সেই সম্পদগুলোকে ঠিক মত ব্যবহার করতে পারি না। ১৬ কোটি মানুষ এই ছোট্ট দেশটাতে। কিন্তু কখনো শুনছিস আমাদের দেশে কেউ না খেয়ে মরছে? বাংলাদেশের মত একটা দেশ প্রতিদিন ১৬ কোটি মানুষের খাবার এর ব্যবস্থা করতেসে। এইটা কি অনেক বড় ব্যপার না?

- নিশ্চয়ই।

- প্রতি বছর কত কত ছাত্র ছাত্রী স্কলারশিপ নিয়ে বাইরে আসতেছে। দুনিয়ার অন্য অনেক বড় বড় দেশের মেধাবী ছাত্র ছাত্রীদের সাথে কম্পিটিশন করতেছে। আমরা কি কোনোদিক দিয়ে কম? আমাদের ইউনিভার্সিটিতে প্রতি সেমিস্টারে কত বাংলাদেশী স্টুডেন্ট স্কলারশিপ পাইতেছে। সবই তো মেধার জোড়ে। কিন্তু তাও আজকে আমাদের দেশের এই অবস্থা। জানিস কেন?

- Corruption, maybe…

- Of course corruption. কিন্তু আরও আছে। আমরা দায়ী দোস্ত। আমাদের মত স্কলারগুলা দায়ী। বিদেশে এসে আমারা দেশকে ভুলে যাই। আমারা যোগ্যতা অর্জন করতে বিদেশে আসি। তারপর যোগ্য হয়ে বিদেশেই থেকে যাই। আমারা অন্যের দাসত্ব করি। সেই দেশের উন্নতির জন্য কাজ করি। কিন্তু আমি আমনটা করতে পারব না।

- I see. বন্ধুরাজ, ছোটবেলা থেকেই বাবা শিখিয়েছিলেন মনটাকে বড় করতে। তোকে যেদিন থেকে চিনি সেদিন থেকেই অনেক বড় মনের মানুষ হিসেবে জানি। ভেবেছিলাম তুইও আমার মত। কিন্তু আজ জানলাম, তোর মনটা আমার মনের চেয়েও অনেক বড়। I salute you! দেশে যা। আমি ২০ বছর পর যেন বলতে পারি যাদের জন্য আজ বাংলাদেশ এত উন্নত আমার বন্ধুরাজ তাদের মধ্যে একজন।

- ইনশাল্লাহ! আমি করবো।

- দেশে গিয়ে কি করবি ঠিক করেছিস?

- UT যখন চাকরী দিসে তখন নিশ্চয়ই বাংলাদেশেরও কোন পাবলিক বিশ্ববিদ্যালয় আমাকে নিবে, কি বলিস?

- নিবে বৈকি!

- আমি রিসার্চ চালায় যাবো। আমার দেশে Nanotech আর অ্যাটমিক লেভেলের ফিজিক্স নিয়ে এখনো তেমন পড়াশোনা বা গবেষণা কোনটাই শুরু হয় নাই। আমি যেহেতু এই সেক্টরের মানুষ, চেষ্টা করবো বিজ্ঞানের এই নতুন টপিকগুলাকে ছাত্রছাত্রীদের আরও কাছে নিয়ে যাইতে। যদি বেঁচে থাকি কোন একদিন একটা University প্রতিষ্ঠা করবো, ইনশাল্লাহ। That’ll be a specialized university only for Nuclear physics and related subjects. কোন ছাত্র ছাত্রীকে যেন এই বিষয়ে পড়াশোনা করার জন্য বিদেশ যাওয়া না লাগে। ওরা দেশে পড়বে। দেশে গবেষণা করবে। ওরা নোবেল প্রাইজ পাবে। কেউ যেন এই কথা বলতে না পারে যে বাংলাদেশী বংশোদ্ভূত অমুক দেশের নাগরিক নোবেল পাইজ পাইসে। বাংলাদেশের নাগরিকই নোবেল প্রাইজ পাবে।

- সবাই যদি তোর মত ফীল করত, এভাবে চিন্তা করত! এমন চিন্তা মানুষের মনে আসেই না। বেশিরভাগ মানুষই বলে বিদেশে গিয়ে লেখাপড়া করে বিদেশেই settled হয়ে যাবে।

- এইটাই কষ্ট। দোস্ত, আমি একটা সরকারী স্কুলে পড়াশোনা করসি। তারপর পরলাম সরকারী কলেজে। তারপর আড়াই বছর পরলাম ঢাকা ভার্সিটিতে। আমার শিক্ষা জীবনের প্রথম ১৫ বছরের পুরাটাই আমি পড়াশোনা করসি সরকারের পয়সায়। আমার এই আজকের রুপম হওয়ার পিছনে আমার দেশের একজন খেঁটে খাওয়া দিন মজুর থেকে শুরু করে একজন ক্লাস ওয়ান রেঙ্কের অফিসারের অবদান আছে। একজন রিকশাওয়ালা যে ২ টাকা দামের বিড়ি খায় সেখানেও একটা অংশ ও VAT হিসাবে দেয়। ওদের সবার প্রতি আমার দায়িত্ব আছে। ওই রিকশাওালার সন্তানটাকে যেন আমি পড়াতে পারি, বড় হতে সাহায্য করতে পারি সেই জন্যই দেশে যাবো। আমি আমার দেশের সাথে, দেশের মানুষের সাথে বেইমানী করতে পারব না।

- নিজেকে অনেক ছোট লাগছে আজ। কি করলাম আমি? তোর জন্য যা সত্যি আমার জন্যও তাই সত্যি। কিন্তু আমি এইভাবে ভাবিনি কখনো। আমিও চলে যাবো। ক্যানাডায় এসে অনেক বড় ডিগ্রী নিয়েছি। কিন্তু সবচেয়ে বড় শিক্ষা আজ তুই দিলি। আমার সন্তান হলে একদিনের জন্য হলেও আমি বাংলাদেশে পাঠাবো। বলব, “যা, বাংলাদেশে যা। বাংলাদেশে গিয়ে শিখে আয় দেশপ্রেম কাকে বলে। দেখে আয় ওখানে মানুষগুলো এত কষ্ট করে বেঁচেও কিভাবে দেশকে ভালবাসে। বন্ধুরাজ, আমার সন্তানদেরও একটু শিখিয়ে দিস। আর একটা কথা। গুটিকয়েক বেঈমানের জন্য যেন পুরো দেশটা বদনাম না হয় সেদিকে একটু খেয়াল রাখিস। এই কাজটা আমাকেও করতে হবে, আমার ভারত মায়ের জন্য।”

- ক্যানাডা, UT’র চাকরী কনটা ছাড়তেই আমার কষ্ট নেই। আমার কষ্ট তোকে ছাড়তে। জানি না আবার কবে দেখা হবে। আদৌ হবে কিনা কে জানে?

- নিশ্চয়ই হবে।



দুই বন্ধু এরপর সারারাত অনেক গল্প করলো। হয়তো একজন আরেকজনকে আরও অনেক জীবনঘনিষ্ঠ শিক্ষা দিল।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মসজিদ না কী মার্কেট!

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৮ ই মে, ২০২৪ সকাল ১০:৩৯

চলুন প্রথমেই মেশকাত শরীফের একটা হাদীস শুনি৷

আবু উমামাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইহুদীদের একজন বুদ্ধিজীবী রাসুল দ. -কে জিজ্ঞেস করলেন, কোন জায়গা সবচেয়ে উত্তম? রাসুল দ. নীরব রইলেন। বললেন,... ...বাকিটুকু পড়ুন

সচিব, পিএইচডি, ইন্জিনিয়ার, ডাক্তারদের মুখ থেকে আপনি হাদিস শুনতে চান?

লিখেছেন সোনাগাজী, ১৮ ই মে, ২০২৪ সকাল ১১:৪৫


,
আপনি যদি সচিব, পিএইচডি, ইন্জিনিয়ার, ডাক্তারদের মুখ থেকে হাদিস শুনতে চান, ভালো; শুনতে থাকুন। আমি এসব প্রফেশানেলদের মুখ থেকে দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, বাজেট,... ...বাকিটুকু পড়ুন

আকুতি

লিখেছেন অধীতি, ১৮ ই মে, ২০২৪ বিকাল ৪:৩০

দেবোলীনা!
হাত রাখো হাতে।
আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে বিষাদ নেমে আসুক।
ঝড়াপাতার গন্ধে বসন্ত পাখি ডেকে উঠুক।
বিকেলের কমলা রঙের রোদ তুলে নাও আঁচল জুড়ে।
সন্ধেবেলা শুকতারার সাথে কথা বলো,
অকৃত্রিম আলোয় মেশাও দেহ,
উষ্ণতা ছড়াও কোমল শরীরে,
বহুদিন... ...বাকিটুকু পড়ুন

ক- এর নুডুলস

লিখেছেন করুণাধারা, ১৮ ই মে, ২০২৪ রাত ৮:৫২



অনেকেই জানেন, তবু ক এর গল্পটা দিয়ে শুরু করলাম, কারণ আমার আজকের পোস্ট পুরোটাই ক বিষয়ক।


একজন পরীক্ষক এসএসসি পরীক্ষার অংক খাতা দেখতে গিয়ে একটা মোটাসোটা খাতা পেলেন । খুলে দেখলেন,... ...বাকিটুকু পড়ুন

স্প্রিং মোল্লার কোরআন পাঠ : সূরা নং - ২ : আল-বাকারা : আয়াত নং - ১

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৮ ই মে, ২০২৪ রাত ১০:১৬

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল্লাহর নামের সাথে যিনি একমাত্র দাতা একমাত্র দয়ালু

২-১ : আলিফ-লাম-মীম


আল-বাকারা (গাভী) সূরাটি কোরআনের দ্বিতীয় এবং বৃহত্তম সূরা। সূরাটি শুরু হয়েছে আলিফ, লাম, মীম হরফ তিনটি দিয়ে।
... ...বাকিটুকু পড়ুন

×