৩ ফেব্রুয়ারী ২০১১ দৈনিক প্রথম আলোর ১৬ পৃষ্ঠার ২য় কলামের খবর:
কুষ্টিয়া জেলা শহর থেকে গত মঙ্গলবার রাতে পুলিশ জেলা ছাত্রদলের নয়জন কর্মীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ছাত্ররা হলেন: সাদেকুল ইসলাম, ইয়ার আলী, সুজন, জাহাঙ্গীর আলম, শাহারিয়ার ফয়সাল, রবিউল ইসলাম, লিয়াকত আলী, মেহেদী হাসান মিঠু ও মাহাফুজুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত নয়টার দিকে এনএস রোড-সংলগ্ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। লিফলেটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানীর দেহ কাঁটাতারে ঝুলিয়ে রাখার ছবি রয়েছ। পুলিশ বলেছে, লিফলেটে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে কটূক্তি করা হয়েছে। এ লিফলেটে সরকারের বিরূদ্ধে উসকানিমূলক বক্তব্য রয়েছে।
কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের সবাই ছাত্রদলের কর্মী। তাঁদের গতকাল বুধবার সকালে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হতে পারে।
সাবধান! কেউ বেঁচে থাকার কথা বলবেনা!! তাইলেই কিন্তু আপনার তবলা বাজাই দিব। যিনারা আপনাদের কাছ থেকে ভোট ভিক্ষা করে নিছিল তিনারা এখন সেই ভোটের উপর দাঁড়িয়ে আপনার চুলের মুঠি ধরে ঘুরাইবো। তিনাদের ইচ্ছা হইলে মাইরা ফালাইবো, বন্ধু(!)কে তুষ্ট করতে আপনাদেরকে বলি দিব। কারণ ভোটের পাহাড়ের উপর দাঁড়াইয়া তিনারা এখন আপনাদের সবার চাইতে উপরে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




