আজ গাহিব, গাহিব মোরা মানবতার গান,
মরে যাক সব নাগিনী-বাঘিনী,
মানবতা হোক অম্লান।
আজ গাহিব মোরা শান্তির গান।
অন্যরকম মাদকতায় ছুটিতে চাইছে মন,
জয়ের নেশায় ছুটছে সবাই,
ছুটছে তরুন গণ।
আজ রচিবে তারা মানবতার উপাখ্যান।
আজ জ্বলবে আগুন, ভস্ম হবে সব অনাচার,
ঐ দেখো আসিতেছে-
শান্তির সৈনিকেরা, করিয়া হুঙ্কার।
আজ রচিবে তারা সব অশান্তির কবর।
দেখো আজ সকাল হবে, বহুদিনের পরে
নতুন দিনের সূর্য উঠবে দেখো-
আজ নতুন করে।
পাখিরা গাহিবে শান্তির গান, কিচির-মিচির স্বরে।
এসো গাহি, গাহি মোরা শান্তির গান,
আজ রচিব মোরা মানবতার উপাখ্যান।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




