যা খুঁজি তার দেখা পেলেই মুখ ভ্যাঙচায়, ধরতে গেলেই দেখি ছুটেছি এতোদিন মিথ্যে মরিচিকার পিছনে, স্বপ্নগুলো ধরা দেয় ভয়াবহ দুঃস্বপ্নের মত। ছোঁয়ে অনুভব করতে গেলেই ধরতে পারিনা, উবে যায় কর্পূরের মত, মিলিয়ে যায় হাওয়ায়। আর আমি ভাসতে থাকি বাতাসে পেঁজা তুলার মত, ধরতে গেলেই পারিনা উড়ে উড়ে যাই, আমি মিলিয়ে যাই বাতাসের বিষাক্ত গ্যাসে।
তারপর নিজেকে পুনরায় খুঁজে পাই- মুখ থুবড়ে পড়ে আছি চিরচেনা সেই অন্ধকার গুহাতেই, বাদুরগুলো উলটা ঝুলে আমাকে শেখায় বেঁচে থাকার সবচেয়ে সস্তা আর সর্বোৎকৃষ্ট উপায়।
তাই আর পিছু ছুটবোনা, আর কিছু ছোঁবনা, মাখাবোনা নিজেকে আর নোংরা আবর্জনায় বাদূড়ের মতো উলটো ঝুলে............
পড়ে থাকবো নাহয় নিজের ঘেরাটোপেই বন্দি হয়ে......
বি. দ্র. মন বিচ্ছিন্ন, ভাঙতে ইচ্ছা করছে সবকিছু, তাই নিজেকেই ভাঙলাম। লেখাটিও বিচ্ছিন্ন, মুছে ফেলবো হয়তো কিছু সময় পড়েই।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৯ রাত ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




