রাজলক্ষী দেবীর নাম না জানা একটি কবিতা যা আচ্ছন্ন করে রেখেছিল সদ্য কৈশোরোত্তীর্ণ আমাকে.........
জানি আমি একদিন বুড়ো হব। চশমার ফাঁকে।
উলের কাঁটার ঘর গুনে কাটবে সময়।
যদিও অনেক লোক আসে যায় - দু'টো কথা কয়-
মনে মনে জানা রবে, কেউ তারা খুজেনা আমাকে।
এমনি মেহগ্নি আলো বিকেলের জানালাকে ছোঁবে।
নরম চাঁদের বল ফের উঠে আসবে আকাশে।
বাতাস সাঁতার দেবে সবুজ ঢেউয়ের মতো ঘাসে।
আকাশের বুক ভরে তারারা বিছানা পেতে শোবে।
শাদা চুল, নেড়া দাঁত, আয়নায় ভ্যাংচানো ছায়াকে
তখনো বলব আমি রাজ্যচ্যুত রাজ্ঞীদের ভাষা-
'জানিস, আমার ছিল সে এক আশ্চর্য ভালোবাসা।
তোর কি ক্ষমতা আছে মিথ্যে করে দিবি সে পাওয়াকে?'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




