আমিও আবার কাগজের নৌকায় ভড় করে ভেসে যাবো ময়ূরাক্ষী নদীর জলে, জ্বলতে জ্বলতেই নাহয় আবার ভিজবো অথবা নিভে নিভে পুনরায় অপেক্ষা করবো মধ্যাহ্নের। সুর্য যখন ঠিক মাথার উপরে উঠবে তখন পুড়বো, সুর্যের সবগুলো আলো চোখ দিয়ে শুষে নিয়ে কয়লা করবো ভিতরের হৃদপিন্ডটাকে।
আমিও আবার পান করবো, যে নদীর পানি খেলে মানুষ ভুলে যায় সকল অতীত, মুছে যায় সব পাপ। পানিতেই পাপ মোচন, পানিতেই সাপ, সাপেই শাপ, সাপের বিষ। বিষেই বিষ ক্ষয়। বিষদাঁতের অদল বদল করে সাপটকে ভয়ংকর করবো আরো, আর আমি পাপ মুছে পুনরায় নগরীর দ্বারে দ্বারে সঞ্চয় করবো বিষ।
সন্ধার পরেই রাত নামে আমার মনে, রাতের আলোতে আমি শুদ্ধ হই, শুদ্ধতার সীমাবদ্ধতায় আটকে পড়ে, আবার বের হয়ে আসি দিনের শহুরে অন্ধকারে। আবারও মিশে যাই চোরা স্রোতে, আবারও ডুবে যাই, বুড়িগঙ্গার বিষে, আমি হয়ে উঠি মাতাল। চুপ করে বসে রই অপেক্ষায়, কখন আবার নামবে রাত তোমার অন্ধকার ঘরে। সেই রাতের আলোতেই মিটাবো সব দেনা। পুড়ে পুড়ে আবারো ছাই হোক হৃদপিন্ড তুমি সহ।
রাতের আধারেই জীবনের আধারের ক্ষয়, অন্ধকারেই মানুষ সবচেয়ে উন্মুক্ত, প্রতিপক্ষের চেয়েও নিজের কাছেই বেশী হয়তো। তাইতো আমি ছোঁয়ে ছোঁয়ে যাই তোমার সকল অন্ধকার, তোমার ছায়ায়.....................
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




