লজ্জা করে হয়নি বলাঃ মাগো তোমায় ভালোবাসি,
যেদিন তুমি শুনতে পেতে, ছিলাম তোমার পাশাপাশি।
মূর্খ ছিলাম, বোধ ছিল না, তোমার ছিল ফেরার তাড়া,
আজ হয়েছে উপলদ্ধি যখন হ’লাম মাতৃহারা।
স্বীকার করা হয়নি মাগো তুমি আমার অনেক খানি,
সেই খেদে খুব কষ্টে ভুগি, অজান্তে বয় চোখের পানি।
সেই জীবনে মিললে দেখা করব স্বীকার অনেক কিছু,
এই জীবনের পাট চুকিয়ে যেদিন নেব তোমার পিছু।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৭ সকাল ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




