আঁধার যেভাবে বাংলাদেশের আকাশ রেখেছে ঘিরিয়া
অচিরেই হবে আমাদের দেশ ইরাক-লিবিয়া-সিরিয়া।
গৃহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে দেশটা
ক্রোধের আগুনে জ্বলছে তাইতো শ্যামলীমা পরিবেশটা।
যেভাবে হচ্ছে শান্তিও সুখ নিঃশেষ তিলেতিলে
ঠুকরাবে বুক, স্বপ্ন ও সুখ ভিন আকাশের চিলে।
এমন হুজুগে বিপ্লব এই বিশ্ব দেখেছে বহু
কারও কোনো লাভ হয়নি মোটেও কেবলই ঝরেছে লহু।
লাভবান হয় স্বার্থান্বেষী মানুষের বাড়ে গ্লানি
লিবিয়া-মিশরে গরীবের তাই ঝরছে চোখের পানি।
আরব বিশ্ব বুঝতে পেরেছে বসন্ত ছিলো ভুল
অহেতুক বহু রক্ত ঝরেছে ফোটেনি মোটেও ফুল!
আভাস মিলছে আমাদের দেশে হবে সেই পরিনতি
সুখের আশায় জনজীবনে বাড়বে কেবলই ক্ষতি।
ইরাক-সিরিয়া-লিবিয়া জ্বলেছে যাহাদের সন্ত্রাসে
এরাই এখন বন্ধুর বেশে আছে আমাদের পাশে!
বিশ্বের সেরা সন্ত্রাসীরা বন্ধু যাদের হয়
সুখ ও শান্তি আসেনা সেখানে এটাই সুনিশ্চিয়।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


