
view this link
বাংলা সাহিত্যে নতুন গোয়েন্দা-চরিত্রের সংযোজন―#গোয়েন্দা_লালভাই। যারা এতদিন শার্লক হোমস, কিরীটি রায়, ফেলুদা পড়েছেন তারা এবার পাশাপাশি #গোয়েন্দা_লালভাই’ও পড়তে পারবেন।
এটি নতুন সিরিজ। একবার পড়ে দেখুন, ভাল্লাগবে।
বইটি পাঠকের সামনে আসতে পারায় আমি যারপরনাই আনন্দিত। বইটি প্রকাশ করেছে দেশের ঐতিহ্যবাহী #অনুপ্রাণন_প্রকাশন। এজন্য আমি `অনুপ্রাণন প্রকাশনা'র স্বত্বাধিকারী সর্বজন শ্রদ্ধেয় জনাব Abu M. Yousuf ভাইয়ের নিকট চিরকৃতজ্ঞ।
#বইটি_ক্রয়_করার_লিংক:
কথাসাহিত্যিক সাইয়িদ রফিকুল হকের গোয়েন্দা উপন্যাস গোয়েন্দা লালভাই। বইটির মুদ্রিত মূল্য ৳ ২৪৫/- কিন্তু ২৫% ছাড়ে অর্থাৎ ৳ ১৮৫/- মূল্যে বইটি পেতে পারেন অনুপ্রাণনের অনলাইন বুক স্টোর থেকে। অনলাইন বুক স্টোরে অর্ডার করার জন্য বইটির লিংক-
https://anupranon.com/product/গোয়েন্দা-লালভাই/
view this link

কাহিনী-সংক্ষেপ:
ঢাকা-শহর থেকে কিছুটা দূরে ধামরাইয়ে নিজের বিলাসবহুল বাড়িতে খুন হলেন একজন প্রবীণ ও সরকারি কলেজের সাবেক অধ্যাপক। শুরুতেই একটি স্বার্থান্বেষীমহল ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করতে থাকে। এজন্য তারা অধ্যাপকসাহেবের খুনের দায়ে গ্রেফতার করে তাঁর আপন-ভাগ্নে আজাদ কালামকে। কিন্তু এটা মেনে নিতে পারে না আজাদ কালামের আপন ছোটভাই আজাদ রায়হান। সে ভাইকে বাঁচাতে ই-মেইলে অনুরোধবার্তা পাঠায় তুখোড় গোয়েন্দা লালভাইয়ের কাছে। আজাদ রায়হানের অনুরোধক্রমে কেসটা হাতে নেন গোয়েন্দা লালভাই।
শুরুতেই লালভাই কেসটার মূলঘটনা-অনুসন্ধানে মনোনিবেশ করেন। তিনি এই খুনের মোটিভ ও প্রকৃত দোষীদের শনাক্ত করার জন্য একেবারে উঠেপড়ে লাগলেন। কিন্তু এতে প্রবলভাবে বাদ সাধে স্থানীয় থানার ওসি গোলাম মওলা। সে লালভাই ও তার সহকারীদের একরাতের মধ্যে ক্রসফায়ারে হত্যা করার হুমকিধমকি দিয়ে কেসটার তদন্ত-কাজ থেকে তাদের দূরে সরিয়ে দিতে চায়! শেষ পর্যন্ত কি লালভাই পারবেন এই কেসটার মূলরহস্য-উদ্ধার করতে?...আর মাত্র আড়াই দিনের মধ্যে লালভাই কেসটার এমন একটি সত্যউদ্ধার করলেন যাতে আরও বেশি হিংস্র হয়ে উঠলো ওসি গোলাম মওলা! শেষ পর্যন্ত কী হয়েছিল—জানতে হলে পড়ুন ‘গোয়েন্দা লালভাই’ সিরিজের অনবদ্য প্রথম বই—অধ্যাপক-খুনের রহস্য।
[বি.দ্র. মুদ্রিত বইয়ে পাবেন বিস্তৃত কাহিনী।]
#বইটি_পড়ুন_আর_মুক্তমনে_সমালোচনা_করুন।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


