মনের দুয়ার খুলে
মনের দুয়ার খুলে
সাইয়িদ রফিকুল হক
মনের সব দুয়ার খুলে
যখন বলি ভালোবাসি,
কেউ আসে না, কেউ হাসে না,
কেউ একটু ভালোবাসেনা, ভালোবাসেনা।
আবার দেখি, টাকার থলে
দু’হাতে নিয়ে
যখন কেউ আস্তে বলে ভালোবাসি,
সবাই আসে, সবাই হাসে তখন দেখি!
টাকার ঘ্রাণে খুলে যায় যে
রুদ্ধদ্বার! শত আগল!
সবাই তখন অনেক হাসে!
কেউ বলে না মন্দকথা!
প্রেমের সিঁড়ি খুব প্যাঁচানো,
সবাই... বাকিটুকু পড়ুন
