
ছবি-ব্লগ।। বৃষ্টিভেজা দুপুর।।
সাইয়িদ রফিকুল হক
আজ সকাল থেকেই বৃষ্টি চলছে খুলনা ও এর আশেপাশে। মনে হয় ঢাকাসহ সারা বাংলাদেশে বৃষ্টি হবে। এমনকি ঝড়ের সম্ভাবনাও রয়েছে।
দুপুরে বৃষ্টি কমার পর অপটু হাতে মোবাইল নিয়ে ছবিগুলো তুললাম। ব্লগে এর আগে কখনো ছবি পোস্ট করিনি। ভাবলাম গ্রামে এসেছি। কম্পিউটার নেই। কিছু-একটা করি। কেউ আবার রাগ করবেন না। অলস সময় কাটানো যায় না। কিছু একটা তো করতে হবে। যদি খুব খারাপ হয় তাহলে ডিলিট করে দিবো।......................।
গ্রামের একটা সাঁকো। এখনও এপাড়া-ওপাড়া যেতে সাঁকোর ব্যবহার করতে হয়।

কুটিপানা ঢাকা একটা ছোট্ট পুকুর।

সাঁকোবেষ্টিত গ্রামীণ পথ।

নিস্তব্ধ গাছপালা।

ইলেকট্রিক তারে বসা একটা দোয়েল পাখি কাকে যেন ডাকছে!

ঘন গাছপালা।

গ্রামের আরেকটি মেঠোপথ।

জামরুল ফুল।

এই পথ হারিয়ে গেছে।

ঘন ঝোপঝাড়ে করমচা গাছ।

লাউয়ের মাচা।

দূরের গ্রাম।

সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৫:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


