শরতের প্রভাতে তোমাকে অন্য রকম লাগ
একটা জীবন্ত ক্যামেলিয়ার মতো।
কিংবা অস্ফুট কোন শষ্যের বীজ
যা এখনো সুপ্ত প্রতীক্ষিত।
মেঘমল্লার দেশে যেন মেঘ গুলো পাড়ি দিচ্ছে
আজ থেকেই তাদের কাজ শুরু!
শীতের রানী আসবে আর শরতের রুপ কেড়ে নিবে
প্রকৃতিতে নিয়ম কেমন অদ্ভুত হায়!
একে অন্যের দিকে তাই চেয়ে রয়।
আমারো ও তো এমন মোহনীয় লাগতো সব এক কালে
মানুষ নামে তোমাকে দেখে পাগল হয়েছি যতবার।
আসলেই তা পাগলামো না মাতলামো?
রূপম হোক আর রুপময়ী তুমি যেন সব সময় সুন্দর
যেমন সুন্দর মায়ের কোলে থাকা শিশুটি।
ললাটে হাসি চোখেতে অদ্ভুত চাহুনি
দেখে মনে হয় অঘ্রাণ দেখে হাসছে চুপি চুপি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




