
ঝুলন্ত সেতু _ আমাদের কপাল খারাপ তাই সেতু পানির নিচে চলে গেছে !!

কাপ্তাই লেকে যাত্রা শুরু ।।

লেকের মাঝে বসতি ।।

লেকে মেঘের খেলা ।।

ট্রলারে বসেই টং এর দোকানের চা খেলাম।।

যত সামনে যাচ্ছি ততই ভালো লাগছে।।

টিলার উপর আদিবাসীদের বসতি ।।

রাজবন বৈদ্যহ বিহার ।।

নির্বাণ ।।

বুধহ মূর্তি ।।

রাজবন বৈদহ বিহার ঘণ্টা ।।

সপ্তস্তর ।।

ওমা আমার প্রিয় ফুল ।।

সূর্য যখন মাথার উপরে ।।

বাংলার রুপ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রুপ খুঁজিতে জাইনা আর ।।

কী স্বচ্ছ পানি ।।

ঐ দেখা যায় সুবলং ঝরনা।।

ওমা একি!! ক্যান যেঁ বর্ষাকালে আসলাম না ।(সুবলং ১)

সুবলং ২ এর পথে ।।

অসাধারন সুন্দর ।।

তাও ভালো কিছু সান্ত্বনা পেলাম ।।(সুবলং ২)

এবার খাবারের খোঁজে ।।

ঐ যেঁ চাং পাং রেস্টুরেন্ট ।।
এখানে আপনি রাঙ্গামাটির ঐতিহ্যবাহী খাবার কাচকি ফ্রাই, বেমবো চিকেন, কলাপাতা রুই, মাছ ভর্তা ইত্যাদি খেতে পারবেন।।

ফিরতি পথে ।।

সন্ধায় কাপ্তাই লেকের আরেক রুপ ।।

অপরুপ সুন্দর সন্ধ্যা ।।

কাপ্তাই লেকে সূর্যাস্ত ।।
অতিরিক্ত লিংক ঃ
লিংকে আপনি যাওয়া, থাকা, খাওয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন।
১। Click This Link
২। Click This Link
৩। Click This Link
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৪ রাত ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




