বিএনপির গণতন্ত্র হচ্ছে আমি খাব, ছেলে খাবে, ভাই খাবে আর জনগণ উপোস থাকবে। সোমবার চট্টগ্রামের ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় কর্নেল অলি এসব মনতব্য করেন। কর্নেল অলি বলেন, 'বিএনপি নামও আমার দেয়া। দল প্রতিষ্ঠার সময় খালেদা জিয়াও বিএনপিতে ছিলেন না। জিয়াউর রহমান শহীদ হওয়ার পর প্রথম মিটিংয়ে খালেদা জিয়া আসতে চাননি পায়ে ব্যথার অজুহাতে। বর্তমান মন্ত্রিসভার অনেক সদস্য সেদিন খালেদা জিয়ার বিরুদ্ধে ছিল। এরশাদের পক্ষ নিয়ে দু'জন সদস্য সেদিন খালেদাকে হত্যার ভয় দেখিয়েছিল।' কর্নেল অলি বলেন, বিএনপির এত গোপন এবং স্পর্শকাতর বিষয় আমি জানি যে, মন্ত্রী হওয়ার খায়েশ থাকলে কারও বাপের সাধ্য ছিল না আমাকে বাদ দেয়ার। কর্নেল অলি বলেন, 1977 সালে বিএনপি নামটি ঠিক হয় আমার বাসায় বসে। প্রথমে দলের নাম ছিল জাগদল এবং এরপর ইউনাইটেড ফ্রন্ট। পরে বিএনপি নামই চূড়ানত হয়।কর্নেল অলি বলেন, 2001 সালে যাদের কিছুই ছিল না আজ তাদের গর্দান মোটা হয়েছে, গালে চর্বি জমেছে। এক সময় যাদের পায়ে সুন্দর স্যান্ডেল পর্যন- ছিল না তারা আজ ব্যাংক, টিভি চ্যানেলের মালিক। ঘুমানোর সময়ও তারা সু্যট খোলে না। সু্যটের সঙ্গে তাদের এত প্রেম। কর্নেল অলি বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। কোনদিন ভাবিনি সেনাবাহিনীর কর্নেল হব, ভেবেছিলাম কেরানি হতে পারব। কিনতু আমার মেহনতের কারণে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন। আর চাওয়া-পাওয়ার কিছু নেই। জানি আমাকে হত্যা করা হতে ।বিএনপি এখন শহীদ জিয়ার বিএনপি নেই। দেশ এখন পরিচালনা করা হচ্ছে লুটপাটের সিন্ডিকেট করে।
আমি খাব ছেলে খাবে ভাই খাবে জনগণ উপোস করবে এই হচ্ছে বিএনপির গণতন্ত্র :কর্নেল অলি
প্রকৌশলী এবং অসততা
যখন নব্বইয়ের দশকে ইঞ্জিনিয়ারিং পড়ার সিদ্ধান্ত নিলাম এবং পছন্দ করলাম পুরকৌশল, তখন পরিচিত অপরিচিত অনেকেই অনেকরকম জ্ঞান দিলেন। জানেন তো, বাঙালির ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারিতে পিএইচডি করা আছে। জেনারেল পিএইচডি। সবাই... ...বাকিটুকু পড়ুন
ইউনুসের উচিৎ ভারতকে আক্রমন করা , বিডিআর হত্যাকান্ডের জন্য
ইউনুসের উচিৎ ভারতকে আক্রমন করা , বিডিআর হত্যাকান্ডের জন্য
পহেল গাঁয়ে পাকিস্থানি মদদে হত্যাকান্ডের জন্য ভারত পাকিস্থানে আক্রমন করে গুড়িয়ে দেয় , আফগানিস্থান তেহেরিক তালেবানদের মদদ দেওয়ার জন্য, পাকিস্থান... ...বাকিটুকু পড়ুন
আমি ভারতকে যাহা দিয়াছি, ভারত উহা সারা জীবন মনে রাখিবে… :) =p~
আমি ভারতকে যাহা দিয়াছি, ভারত উহা সারা জীবন মনে রাখিবে… :) =p~

ইহা আর মানিয়া নেওয়া যাইতেছে না। একের পর এক মামলায় তাহাকে সাজা দেওয়া... ...বাকিটুকু পড়ুন
এমন রাজনীতি কে কবে দেখেছে?

জেনজিরা আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামল দেখেছে। মোটামুটি বীতশ্রদ্ধ তারা। হওয়াটাও স্বাভাবিক। এক দল আর কত? টানা ১৬ বছর এক জিনিস দেখতে কার ভালো লাগে? ভালো জিনিসও একসময় বিরক্ত... ...বাকিটুকু পড়ুন
মুক্তিযুদ্ধের কবিতাঃ আমি বীরাঙ্গনা বলছি

এখনো রক্তের দাগ লেগে আছে আমার অত্যাচারিত সারা শরীরে।
এখনো চামড়া পোড়া কটু গন্ধের ক্ষতে মাছিরা বসে মাঝে মাঝে।
এখনো চামড়ার বেল্টের বিভৎস কারুকাজ খচিত দাগ
আমার তীব্র কষ্টের দিনগুলোর কথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।