গত কয়েকদিনে বাংলাদেশ থেকে ভারতগামীদের সংখ্যা অস্ট্বাভাবিক মাত্রায় বৃদব্দি পেয়েছে। শুত্রক্র ও শনিবার প্রায় 5 হাজার লোক সীমানস্ন পার হয়েছেন। এদের মধ্যে একটা উল্ক্নেখযোগ্য অংশ সদ্য বিদায় নেওয়া সরকারি দল বিএনপির কর্মী বলে জানা গেছে। বিরোধীদের ভয়ে তারা দেশ ছাড়ছেন বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় পত্রিকা দৈনিক হিন্দু জানায়, শুত্রক্রবার বেনাপোল সীমানস্ন দিয়ে ভারতে গেছেন 2200 জন বাংলাদেশী। আর শনিবার গেছেন 2700 জন। ভারতের অভিবাসন কর্মকর্তাদের ভাষায়, এটা 'পুরোপুরি অস্ট্বাভাবিক'। তবে রাজনৈতিক দলের কর্মীদের দেশত্যাগের বিষয়ে বিস্টস্নারিত আর কিছু জানা যায়নি।
এদিকে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্টি্থতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত। তারা চলমান সংকটকে বাংলাদেশের অভ্যনস্নরীণ সংকট হিসেবে দেখছেন। ভারতের পররাষদ্ব্রমন্পী প্রণব মুখার্জি বলেছেন, প্রতিবেশী হিসেবে আমরা বাংলাদেশের শানস্নি ও স্টি্থতিশীলতা চাই। বাংলাদেশের জনগণ অবাধ ও সুষ্ঠুভাবে সরকার নির্বাচনের অধিকার পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রোববার সল্পব্দ্যায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জাঙ্গিপুরে তিনি এ কথা বলেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


