বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিভিল্পম্ন অনুষদের স্টম্নাতক শ্রেণীতে 2006-07 শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু বাংলাদেশের স্ট্থায়ী নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্টস্ন আহ্বান করা যাচ্ছে। যেসব ছাত্রছাত্রী 2006 সালে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অথবা 2005 সালের নভেল্ফ্বর অথবা তার পরে এঈঊ ্তুঅ্থ লেভেল এবং 2002-এর নভেল্ফ্বর অথবা তার পরে এঈঊ ্তুঙ্থ লেভেল সার্টিফিকেটপ্রাপ্টস্ন হয়েছে এবং অন্যান্য শর্তপহৃরণ করেছে শুধু তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে।
1. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা
ক. প্রাথর্ীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে গ্রেড পদব্দতিতে 5-এর স্ট্কেলে কমপক্ষে জিপি 4.0 পেয়ে মাধ্যমিক স্ট্কুল সার্টিফিকেট/দাখিল/সমমানের পরীক্ষায় পাস অথবা বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাস হতে হবে।
খ. প্রাথর্ীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে প্রতিটিতে নহৃ্যনতম 3.5 জিপি, ইংরেজিতে নহৃ্যনতম 3.0 জিপি এবং উপরোক্ত চার বিষয়ে মোট জিপি নহৃ্যনতম 18 পেয়ে উচ্চ মাধ্যমিক/আলিম/সমমানের পরীক্ষায় পাস অথবা বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় পাস হতে হবে। সব সঠিক আবেদনকারীর মধ্য থেকে মেধার ভিত্তিতে বাছাই করে সর্বাধিক 6 হাজার আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে। এ বাছাইয়ের জন্য আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে প্রাপ্টস্ন জিপিগুলো এবং ইংরেজিতে প্রাপ্টস্ন জিপি-এর এক-তৃতীয়াংশের যোগফলের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি করা হবে। এই মেধা তালিকার ত্রক্রমানুসারে সর্বাধিক 6 হাজার আবেদনকারীকে বাছাই করে 'ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য আবেদনকারীদের তালিকা' প্রকাশ করা হবে।
গ. এঈঊ ্তুঙ্থ লেভেল এবং এঈঊ ্তুঅ্থ লেভেল পাস করা প্রাথর্ীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এঈঊ ্তুঙ্থ লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে (পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এবং ইংরেজিসহ) গড়ে ই গ্রেড এবং এঈঊ ্তুঅ্থ লেভেল পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতের প্রতিটির নহৃ্যনতম ই গ্রেড পেয়ে পাস হতে হবে।
ঘ. নহৃ্যনতম যোগ্যতা পহৃরণ সাপেক্ষে সব উপজাতীয় প্রার্থী ও নহৃ্যনতম সমমান গ্রেডপ্রাপ্টস্ন বিদেশী শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ প্রার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের উপযুক্ত বলে বিবেচিত হবে।
2. আসন সংখ্যা : সকল উপজাতীয় প্রার্থীদের জন্য ইঞ্জিনিয়ারিং এবং নগর ও অঞ্চল পরিকল্কপ্পনা বিভাগগুলোতে 3টি এবং স্ট্থাপত্য বিভাগে 1টি, মোট 4টি সংরক্ষিত আসনসহ সর্বমোট আসন সংখ্যা সর্বোচ্চ 885।
3. দরখাস্টস্ন করার নিয়ম : প্রতিটি গ্রুপের জন্য ওএমআর (ঙগজ) ফরমসহ দরখাস্টস্ন ফরম ও ভর্তি পরীক্ষার নিয়মাবলি নিচের ছকে উল্কি্নখিত ফিস নগদ প্রদান করে রেজিসদ্ব্রার অফিস থেকে সরাসরি সংগ্রহ করা যাবে।
'ক' ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্কপ্পনা বিভাগ 500 টাকা, 'খ' স্ট্থাপত্য বিভাগ 500 টাকা, 'ক' ও 'খ', 'ক' ও 'খ' গ্রুপের সব বিভাগ 700 টাকা। দরখাস্টস্ন গ্রহণের শেষ তারিখের মধ্যে পহৃরণকৃত ফরম, প্রয়োজনীয় দলিলাদিসহ সরাসরি রেজিসদ্ব্রার অফিসে জমা দিতে হবে।
4. প্রয়োজনীয় তথ্য
1. ভর্তি ফরম বিতরণ শুরু হয়েছে, আগামী 11 নভেল্ফ্বর, 2006 সকাল 9টা থেকে 5টা পর্যনস্ন সংগ্রহ করা যাবে এবং একই সময়ের মধ্যে জমা দিতে হবে।
2. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ 20 নভেল্ফ্বর 2006 বিকাল 5টা।
3. ভর্তি পরীক্ষার তারিখ ও সময় 25 নভেল্ফ্বর 2006 সকাল 9টা থেকে বিকাল 3টা 30 মিনিট পর্যনস্ন।
4. ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ 17 ডিসেল্ফ্বর 2006।
বিশেষ দ্রষদ্বব্য : পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এবং ইংরেজি বিষয়ের প্রশম্ন শতকরা 50 ভাগ ঙনলবপঃরাব ঃুঢ়ব হবে, যার মহৃল্যায়ন ঙগজ দ্বারা করা হবে। বাকি শতকরা 50 ভাগ পরীক্ষার প্রশম্ন প্রণয়ন ও মহৃল্যায়ন প্রচলিত পদব্দতিতে করা হবে। মুক্তহস্টস্ন অগ্ধকন পরীক্ষার প্রশম্ন প্রণয়ন ও মহৃল্যায়ন সমঙ্হৃর্ণভাবে প্রচলিত পদব্দতিতে করা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


