আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গতকাল রাষদ্ব্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সংস্ট্কারসহ 11 দফা দাবি অবিলল্ফ্বে মেনে নেওয়ার আহ্বান জানান। দাবিগুলো হচ্ছে :
1. নির্বাচন কমিশন : ক. নির্বাচন কমিশন পুনর্গঠন (প্রধান নির্বাচন কমিশনার ও তিন কমিশনার এবং কমিশন সচিবকে অবিলল্ফ্বে অপসারণ এবং সচিবালয় পুনর্গঠন)।
খ. সকল দলীয় উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এখনই প্রত্যাহার করে তাদের নিয়োগ আদেশ স্ট্থগিতকরণ।
2. ভোটার তালিকা : সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ভোটার তালিকা সংশোধন এবং ছবিসহ হালনাগাদকরণ। খ. ইতিপহৃর্বে প্রণীত ভোটার তালিকার মুদ্রণ স্ট্থগিতকরণ এবং ঐ তালিকা বাতিলকরণ।
3. প্রশাসন : ক. 1লা জুলাই থেকে জারি করা_ সকল নিযুক্তি, পদোল্পম্নতি এবং অবসর প্রদান আদেশ অকার্যকরণ। খ. অবিলল্ফ্বে সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলকরণ। গ. সঙ্র্শকাতর সকল পদে নিযুক্ত কর্মকর্তাদের অবিলল্ফ্বে প্রত্যাহারকরণ (তালিকা প্রদান করা হবে)। ঘ. বিএনপি-জামায়াতের দলীয় অনুগত, আশীর্বাদপুষদ্ব, সুবিধাভোগী কর্মকর্তাকে প্রত্যাহার করা এবং তাদের কোনো নতুন পদায়ন না করা (তালিকা প্রদান করা হবে)। ঙ. এটর্নি জেনারেলকে তাৎক্ষণিকভাবে পরিবর্তন করে আলোচনার ভিত্তিতে নতুন একজনকে দায়িত্দ্ব দিতে হবে।
4. পুলিশ : ক. পুলিশ বাহিনীতে বিএনপি-জামায়াতের আশীর্বাদপুষদ্ব নির্যাতনকারী ও দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের প্রত্যাহার করা (তালিকা প্রদান করা হবে)। খ. পুলিশ বাহিনীতে সঙ্র্শকাতর সকল পদে পরিবর্তন।
5. প্রচার মাধ্যম : ক. বাংলাদেশ টেলিভিশন, রেডিও সরকারের নিয়ন্পণাধীন সকল সংবাদ ও প্রচার মাধ্যমে 14 দলীয় জোট, এলডিপি এবং আওয়ামী লীগকে যথাযথ অধিকার দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দান। খ. গত পাঁচ বছরে প্রতিষ্ঠিত বেসরকারি রেডিও টেলিভিশনের সমঙ্্রচার বল্পব্দ করতে হবে এবং মালিকদের অর্থের উৎস অনুসল্পব্দান করতে হবে।
6. রাজনৈতিক হয়রানি : 4 অক্টোবরের পর দেশব্যাপী যত সব ধরপাকড় ও মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারকরণ এবং গ্রেফতারকৃতদের মুক্তিদান।
7. জঙ্গি দমন : গত পাঁচ বছরে সমুদয় বোমাবাজি ও আগ্গেম্নয়াস্ট্প ব্যবহারে যে জঙ্গিবাদ প্রতিষ্ঠা পেয়েছে তাকে দমন করার জন্য অবিলল্ফ্বে সমস্টস্ন তদনস্ন নতুন করে শুরু করা এবং চিহিক্রত জঙ্গিদের গ্রেফতার করতে হবে।
8. আগ্গেম্নয়াস্ট্প নিয়ন্পণ : গত দুই বছরে প্রদত্ত সমস্টস্ন আগ্গেম্নয়াস্ট্পের লাইসেন্স বাতিল করতে হবে। আগ্গেম্নয়াস্ট্প উদব্দার এবং ধ্বংসের জন্য সারাদেশে উদ্যোগ শুরু করতে হবে। আগ্গেম্নয়াস্ট্প পাচারের বিভিল্পম্ন মামলাগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে সত্রিক্রয় করতে হবে।
9. দুর্নীতি দমন : জোটের দুর্নীতিগ্রস্টস্ন সাবেক মন্পী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সন্পাসী গডফাদার এবং অন্য ব্যক্তিদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করে সকল বিমান, স্ট্থল ও নৌবন্দরে আদেশ প্রদানকরণ।
10. উল্পম্নয়নের নামে লুটপাট : 1লা জানুয়ারি থেকে যত সব উল্পম্নয়ন বিষয়ক সিদব্দানস্ন গ্রহণ করা হয়েছে যথা : উল্পম্নয়ন প্রকল্কপ্প অনুমোদন, থোক বরাদ্দ, প্রকল্কপ্প চুক্তি এবং সমঙ্র্কিত অর্থ অবমুক্তি সবগুলো স্ট্থগিত করে অকার্যকরকরণ।
11. খালেদা জিয়ার ছবি : সাবেক প্রধানমন্পী খালেদা জিয়ার ছবি এখনো বিভিল্পম্ন সরকারি, বেসরকারি, স্ট্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে টাঙানো আছে যা তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতা ক্ষুণম্ন করেছে। এই ছবি এখনই অপসারণের আদেশ প্রদানকরণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


