বাংলাদেশ যে কয়েকটি কারণে বিশ্বে সমাদৃত এর মধ্যে অন্যতম হসপিটালিটি এবং ক্যাটারিং ব্যবসা। বিলেতে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত হোটেল ব্যবসা খুবই সুখ্যাতি অর্জন করেছে। এ হোটেলগুলোতে কয়েক লাবাংলাদেশি যোগ্যতার সঙ্গে কাজ করে আসছে। দেশের শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের উপায় হিসেবে ইউনিভার্সেল প্রফেশনাল এন্ড ভকেশনাল কলেজ। বাংলাদেশ ক্যাম্পাসের মাধ্যমে একটি ডিপ্লোমা কোর্স চালু করেছে। যা আপনাকে একজন দক্ষ আন-র্জাতিক মানের শেফ হতে সহায়তা করবে। এ কোর্সের মাধ্যমে চাকরিসহ লন্ডন, ইউরোপ, আমেরিকা যাওয়ার সুযোগ রয়েছে। পুরো কোর্সটি প্র্যাকটিক্যাল। প্রথম সেমিস্টার 6 মাস ইউনিভার্সেল প্রফেশনাল এন্ড ভকেশনাল কলেজ বাংলাদেশ ক্যাম্পাসের অধীনে হবে। চূড়ান- পরীক্ষা অনুষ্ঠিত হবে সিটি এন্ড গিন্ডসের অধীনে। এ পরীক্ষায় উত্তীর্ণ হলে দ্বিতীয় সেমিস্টার সম্পন্ন হবে ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, কানাডা, বুলগেরিয়ায় মেইন ক্যাম্পাসে। ওই দেশগুলোতে যাওয়ার ব্যাপারে কলেজ কতর্ৃপক্ষ সব ধরনের সহযোগিতা করে থাকে। যেমন রেস্টুরেন্টের চাকরির জন্য রেস্টুরেন্ট কতর্ৃক ওয়ার্ক পারমিট ও থাকা খাওয়ার ব্যবস্থা। আর এ জন্য ওঊখঞঝ অথবা অন্য কোনও ইংরেজি কোর্সের প্রয়োজন নেই। 20-30 বছরের মধ্যে এসএসসি থেকে মাস্টার্স পর্যন- যে কোনও পুরুঅথবা নারী এ কোর্সে ভর্তি হতে পারেন। বিস-ারিত জানতে যোগাযোগ করতে পারেন ইউনিভার্সেল প্রফেশনাল এন্ড ভকেশনাল কলেজ বাংলাদেশ ক্যাম্পাসের সঙ্গে। ঠিকানা : জামান ম্যানসন,
116 নয়াপল্টন, মতিঝিল, ঢাকা।
ফোন : 8353761, 8361715, 01711036869।
সিলেট অফিস : বাদশা টাওয়ার দরগা গেট, সিলেট
ফোন : 0194877113।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



