ভালবেসে যাবো ওগো যতদিন বাচবো
হেসো না হেসো না তুমি জেনে রাখো তা
বলতো দিয়েছি আমি হৃদয়ের কথা ।।
চাদের ও আলো দিয়ে মুখখানি দেখবো
পেয়ো নাকো লজ্জা খুব কাছে রাখবো ।।
না না এভাবে করোনা করুনা
লাজটুকু কেড়ে নিলে হবে যে মরন
সইতে পারবো না হারানোর ব্যথা
বলতো দিয়েছি আমি হৃদয়ের কথা
টিপটিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে
হৃদয়ের কথাগুলি শিশ দিয়ে ডাকছে ।।
এমন সুখ তুমি দিলে গো আমায়
কেড়ে নিতে পারবে না মরন ও তোমায়
শেষ করে দিয়ে আজ সব নিরবতা
বলতো দিয়েছি আমি হৃদয়ের কথা
তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো
ভালবেসে যাবো ওগো যতদিন বাচবো
হেসো না হেসো না তুমি জেনে রাখো তা
বলতো দিয়েছি আমি হৃদয়ের কথা ।।
http://www.megaupload.com/?d=4DWT0DI6
Click This Link
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



