
স্বাধীনতা, তুমি আজ আছো শাসকের ঘরে, নেই জনগণের তরে,
তুমি নেই বলেই আমার দেশের বিপ্লবীরা আজ দেশ ছাড়ে,
তুমি নেই বলেই এদেশের আবরারেরা মার খেয়ে মরে।
সোনার বাংলার বড়লোকের আছে পকেট আর গুদাম ভরা মাল,
গরিব সমাজে আজ তাই তো নেমেছে দুর্ভিক্ষের কাল,
আমার দেশের দিনমজুরের ঘরে নেই মাছ-মুরগি; চাল-ডাল।
যেখানেই যায়, স্বাধীন দেশের জনগণ আজ শুধুই মার খায়,
বন্দী হয়েছে আজকের লেখকেরা পরাধীনতার আস্তানায়,
আজকের স্বাধীনতা ক্ষত-বিক্ষত হয়ে গেছে ফ্যাসিজমের থাবায়।
জাগায় জাগায় জেগে উঠেছে বুনো শূকরের দল,
তাদেরই হিংস্রতায় ছেলে হারা মায়ের চোখে জমেছে অশ্রুজল।
ঐ জানোয়ারদের আজ মারতেই হবে; চল, চল, চল।
আমাদের মাঝেই আছে বিপ্লবী ওরগুজ আর বারকে খান,
সাথে আছে আওরঙ্গজেব আর সুলতান সুলেমান,
তাদের রুহের উপর ভর করেই হবে সব পরাধীনতার অবসান।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২৩ রাত ৮:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




