আমি বার বার তোমার কাছে ফিরে আসবো।
যদি ঢেউয়ের গর্জন শুনতে শুনতে সমুদ্রের বিশালতায় হারিয়ে যাই,তবু ফিরে আসবো;
তোমার হৃদয় সমুদ্রের গর্জন আমি কিভাবে উপেক্ষা করতে পারি বলো?
যদি আকাশের নীলিমায় মন হারিয়ে ফেলি,
বিহঙ্গ হয়ে বাধন ছাড়া হয়ে উড়তে উড়তেও থেমে যাবো;
বিশ্বাস করো,আমি ফিরে আসবো।
পাখিরো যে নীড়ে ফিরতে হয়।
রাজপ্রাসাদ হীরে মানিকের মোহে যদি এক পাও আগাই,
আমি দ্বিতীয় পায়ে পেছনে ফিরে তাকাবো।
তোমার বক্ষ কুটির ছাড়া আর কোথায় শান্তি পাবো?
আমি যেখানেই যাই আমি যতটুকুই হারাই,
আমি সকল মায়া কাটিয়ে তবু ফিরে আসবো।
আমি আরো বেশি করে শুধু তোমাকেই চাইবো।
আমার সমস্ত অভিমানে
আমার সমস্ত অনুরাগে
আমার উত্থান পতনে
শুধু তোমাকেই চাইবো।
আমি কিকরে বলো কিকরে এই অভিসার ছেড়ে পালাবো?
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




