আমরা যারা সাধারন মানুষ প্রতিনিয়ত কাজের প্রয়োজনে ঢাকা শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ছুতে বেরাই।
সিটি সার্ভিস বলতে যা বুজাই সেটা আমরা পাই না কিন্তু আমাদের কে ঠিকই টাকা খরচ করতে হচ্ছে।
এমন একটা বাস নেই যে বাস ঠিকমতো বসা যায় আর সিট যে পরিমাণ নোংরা থাকে তাতে আর বসার ইচ্ছা জাগে না।মনে হয় হেটে যাওয়াই ভাল ছিল।
লক্ষ্য করে দেখলাম ঢাকা শহরের মাঝে এখন হিমাছল,জাবালে নূর, প্রজাপতি বাস গুল কিছুটা ভাল।তাছাড়া আচে কনক,দেশ বাংলা,বি আর টি সি।
সবার যাত্রা শুভ হোক ।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




