জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিককে মারধর করেছে ছাত্রলীগ কর্মীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনে এঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের বিচার দাবীতে প্রশাসনকে ৪৮ ঘন্টার সময় বেধে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা।
মারধরের শিকার দৈনিক কালের কন্ঠ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমন রহমান জানান, রবিবার সকাল ১১ টার দিকে অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের নিজ ফলাফল জানার জন্য বিভাগে গেলে একই বিভাগের ছাত্র ও ছাত্রলীগ কর্মী এস এম মাহতাব মেহেদী সম্রাট এর সাথে ফলাফল জানা নিয়ে তার কথাকাটাকাটি হয়। এসময় বিভাগের সভাপতির কক্ষের সামনে তাকে মারধর করে সম্রাট। এরপর সেখানে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিভাগের অধ্যাপক আবদুল বায়েস সম্রাটকে থাপ্পর মেরে বিষয়টি মীমাংসা করে দেয়। পরবর্তীতে ইমন সমাজ বিজ্ঞান অনুষদের নিচতলায় গেলে তাকে আবারও অন্যান্য সাংবাদিকদের সামনে মারধর করে সম্রাটসহ সরকার ও রাজনীতি বিভাগের শাকিল, ফেরদৌস, উল্লাস, মজনু ও পরশ। এসময অন্যান্য সাংবাদিকরা তাকে রক্ষা করে। এরপর সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের অমর একুশের সামনে দিয়ে যাওয়ার সময় হুমকীসহ ভয়ভীত প্রদর্শন করে সম্রাট, কল্লোল ও আকাশ। এসময় তারা বলে,‘সাগর ভাই নির্দেশ দিলে কোন সা্ংবাদিক ক্যাম্পাসে থাকতে পারবে না’। এছাড়া তারা সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেয়।
এঘটনায় বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল শেষে আগামী ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিস্কারের দাবি জানিয়ে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি জমা দেয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




