.....কখনো ভাবিনি আমার প্রথম ব্লগ লেখাটা এমন কোন বিষয় নিয়ে লিখতে হতে পারে। সান্ত্বনা শুধু এটুকুই যে এই লেখাটা অপ্রকাশিত রয়ে যাবে।
সান্ত্বনাব্যঞ্জক শব্দগুলো অবশ্য অসহায়ত্বের নিগরে বন্দী। অদম্য স্বপ্ন বুকে নিয়ে সম্রাট (যন্ত্রকৌশল '০৯, বুয়েট) যে ক্যাম্পাসে পদার্পণ করেছিল আমি তারই এক নগণ্য সদস্য। আমাদের ছোট ভাই সম্রাট আমাদের মাঝে নেই।
কিন্তু রেখে গেছে বিরাট এক প্রশ্নবোধক চিহ্ণ...।
সম্রাটের মৃত্যু নাড়া দিয়ে গেছে বুয়েটের সব ছাত্রকেই। বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে যে সম্রাট এসেছিল বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে সে চলে গেল তার বাবা-মায়ের কোল খালি করে। কিন্তু সেই ঘাতক বাস ড্রাইভার/দোষী ব্যাক্তিকে এখনো ধরা যায়নি। এই দেশে তার কোনদিন বিচার হবে কিনা তারও কোন নিশ্চয়তা নেই।
আর এরই মধ্যে বেশ কিছু মিডিয়া ব্যাক্তিত্ব পড়ে আছেন ভাংচুর-এর ক্ষয়ক্ষতি নির্ধারণে। আমি নিজে সেসময় বাসায় ছিলাম। কিন্তু আবেগের দাবিতে সেখানে থাকলে আমিও ছুটে যেতাম। আর কথা বাড়াতে চাচ্ছি না। লেখা জড়িয়ে আসছে। পরম করুণাময়ের কাছে একটাই প্রার্থনা জানাই- সম্রাট যেখানেই থাকুক, এই পৃথিবীর হাসি-আনন্দ থেকে অকালবঞ্চিত এই তরুণের আত্মার যেন বিন্দু পরিমাণ কোন কষ্টের অনুভূতির সম্মুখীন হতে না হয়।
সম্রাটের আত্মার জন্য অনন্ত শান্তি কামনা করি। হে স্রষ্টা! এই নগণ্য সৃষ্টির আজকের প্রার্থনার গভীরতাটুকুর একটু মূল্য দিও।
-তারেকুর রহমান (তন্ময়)
তড়িতকৌশল'০৮,বুয়েট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




