
বন্ধু ... এমন কেউ নাই যে এই শব্দ টার সাথে পরিচিত না ... সবার ই অনেক অনেক বন্ধু থাকে ... কেউ একটু বেশি কাছের ...আবার কেউ মুখে মুখেই বন্ধু ...
আজকের এই দিন এ আমি অনেক অনেক মিস করছি আমার স্কুল এর ফ্রেন্ড দের কে ...
কি দারুন একটা সময় কাটিয়ে আসছি সবার সাথে ...কোনদিন আর ফিরে পাবোনা...
সময়ের সাথে সাথে সবকিছু কেমন তাড়াতাড়ি বদলে যায় ... কত ব্যস্ত আমরা ... যতই দিন যায় কষ্ট করার মাত্রাও মনে হয় বেড়ে যায় ... এই কাজ সেই কাজ...উফফ আর ভাল লাগে না ...
কালকেও একটা অগ্নি পরীক্ষা ... আগের দিন এর কথা মনে করে এখন আর পরতেও ইচ্ছা করছে না ... কি যে করি ...
যাই হোক ... তারপর ও সবাইকে জানাই বন্ধু দিবসের অনেক অনেক শুভেচ্ছা ... সবার খুব আনন্দে কাটুক আজকের দিন টা ...আগামীর দিন গুলো ও ... সেই কামনায় বিদায় ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




