
পরপর দুটি খুব মর্মান্তিক ঘটনা ঘটে গেল ... কত গুলো প্রান ঝরে গেল অচিরেই ... আমরা
সবাই অনেক শোকাহত, মর্মাহত ... রাষ্ট্রীও ভাবে শোক দিবস ও পালিত হল...
কিন্তু এর পর ?? এর হয়তো কিছুদিন পর আমরা আবার সব ভুলে যাব... প্রতিদিনের
কর্ম ব্যস্ততায় যার যার মত জীবন কাটাব... কি আর করার... আমরা সবাই তো এমন ই !
একের পর এক বাজে খবর শুনেই যাচ্ছি, দেখেই যাচ্ছি ... কিন্তু এ থেকে মুক্তির কি কোন
উপায় নেই ?? উপায় কি আমাদের কারোর ই জানা নাই ??
বাড়ি ফেরার পথে সেদিন রিকশাওয়ালা বলছিল "এগুলা সব পাপের ফল ... আরো খারাপ
কিছু আস্তেসে সামনে ... তার ই ঈশারা...ইয়া মাবুদ তুমি সবাইকে হেদায়াত দান করো "
আসলেই কি এগুলো সব পাপের ফল ? যদি তাই হয় তাহলে কেন এত গুলো নিষ্পাপ শিশু কে হারালাম ... কেন পাপী রা শাস্তি পায় না ... এর উত্তর টাও আমার জানা নেই...
তাই ,
আমি বলতে চাই আমাদের ক্ষমা করো ... তোমাদের এই মৃত্যু আমরা শুধু দেখেই গেলাম...
পারলাম না ঠেকাতে... জানি না সামনে আরো কি কি দেখতে হয় ... তারপর ও সবার সুস্থ
ও সুন্দর জ়ীবনের প্রত্যাশা রইলো ...
পরিশেষে ... মৃত সকলের রূহ এর মাগ ফেরাত কামনা করছি.....আল্লাহ পাক তাদের জান্নাত
নসিব করুন আর তাদের পরিবার পরিজন দের এই শোক কাটিয়ে উঠার শক্তি দান করুন
... আমিন ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




