ক' দিন পরই আসছে শবে বরাত। বলা হয়, এই রাতে বিশ্ব জগতের সব কিছুর ভাগ্য নির্ধারণ করা হয় এবং তা করেন সৃষ্টিকর্তা নিজে। সৃষ্টিকর্তাকে এ কাজটি কেন করতে হবে? তিনিতো সর্বজ্ঞ। মানুষের জ্ঞান/ক্ষমতা সীমিত বলে তাদের জন্য বাজেট করার প্রয়োজন হয়। কিন্তু যদি বিশ্বাস করা হয় বা এটাই সত্যি হয় যে, সৃষ্টিকর্তাকেও বছরে একবার বাজেট করতে হয়, তাহলে কি সৃষ্টিকর্তার জ্ঞান ও ক্ষমতার অসীমত্ব নিয়ে প্রশ্ন এসে যায় না?
আরও বলা হয়, ভাগ্য যাতে ভাল হয় সে জন্যে এই রাতে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করতে। তাহলে প্রশ্ন এসে যায় যারা প্রার্থনা করে না, বা যারা অমুসলিম তাদের ভাগ্য কীভাবে নির্ধারিত হয়? যদি বলা হয়, সেটি সৃষ্টিকর্তার ইচ্ছায় নির্ধারিত হয়, তাহলেতো সবারটাই তাঁর ইচ্ছায় নির্ধারিত হওয়া উচিত।
অথবা যদি বলা হয়, যারা প্রার্থনা করেন, তাদের ভাগ্য ভাল হয়, তাহলেতো শুধু যারা প্রার্থনা করেন, সারা বছর তাদেরই ভাল যেত। কিন্তু বাস্তবে কি তা দেখা যায়?
যারা সৃষ্টিকর্তার অসীমত্বে বিশ্বাস করেন, তাদের জন্য বছরে একবার বাজেট করার প্রয়োজনীয়তায় বিশ্বাস করা অবশ্যই কষ্টকর হওয়ার কথা। আর যারা সৃষ্টিকর্তাকেই বিশ্বাস করেন না, তাদেরতো বাজেটের প্রয়োজনীয়তা স্বীকার করার প্রশ্নই আসে না।
তাহলে যারা বিশ্বাস করেন, ঐ রাতে ভাগ্য বন্টন করা হবে, তারা কোন দলের?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




