তুমি আসাবে বলে অপেক্ষার প্রহর বুকে রেখেছি ধরে
জামাট বেঁধে আছে সময়গুলো পথের দিকে চেয়ে,
অশ্রুগুলো অনবরত পরে আমার দু গাল বেয়ে।
কত যে যাতনা তোমার সনে এ বুকে বেধেছে বাসা
ঘুম আসে না এখন দুচোঁখে, খুজে তোমাকে দেখার আশা।
রোঁদের নিচে আপন ছায়াকে তোমার দেহ মনে করি
হঠাৎ খুশিতে রাস্তার উপর হোঁচট খেয়ে পরি।
বিকেলের হালকা আঁলোতে দেখি তুমি আর পাশে নও
তখনি ভাবে তুমি ছাড়া পৃথিবী অক্সিজেনবিহীন কোন ঘর।
ভালোবাসা কি হিংস্র কোন বাঘের বিশাল থাবা
নাকি ভাবো এ কোন বিষাক্ত ছোবল গহীন সর্বনাশা।
কোন শর্ত দিলে না, বললে দুরে সরে যাও
ভালো থেকো, ক্ষমা করো, আমাকে মুক্তি দাও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




