রাত বিরাতে একটা সত্য কথা বলি।
এই ইন্টারিম সরকার এখন পর্যন্ত চরমভাবে ব্যর্থ। গালি দেওয়ার আগে কথা শুনুন।
৫ অগাস্টের ঠিক পরপর যেইসব দেয়ালিকা শহরে শহরে করা হয়েছে সেইসব দেয়ালিকায় খুব স্পষ্টভাবে সাধারণ মানুষ দলিলের মতন লিখে দিয়েছে তারা স্বৈরাচার পতনের পর কি কি চায়। চট্টগ্রামের কাঠগড় থেকে লালখান পর্যন্ত যেই বিশাল ফ্লাইওভার আছে, সেখানের শত পিলারের প্রতিটাতে লেখা আছে জনগণের মেন্ডেট। এবং এর একটাতেও 'দ্রুত নির্বাচন চাই' লেখা নাই। ইনফ্যাক্ট, নির্বাচনের কথাই লেখা নাই।
তাহলে এই ইন্টারিমের প্রধান মেন্ডেট নির্বাচন আয়োজন করা হয়ে গেল কেন?? বিএনপির প্রেসারে? অথচ জুলাই মাসেই সাধারণ মানুষ স্লোগান দিয়েছে ধানের শীষ, লাঙ্গল, নৌকা, দাঁড়িপাল্লা সবগুলোর বিরুদ্ধে, গত ৪০টা বছর মানুষ এদের যা দেখার দেখে ফেলেছে।
এখন পর্যন্ত এই সরকার এমন একটা অর্জন দেখাইতে পারে নাই যেটা এর আগের কোনো সরকার দেখাইতে পারসে। এমন কোনো কিছু করে নাই যেটা পরের কোনো সরকার এসে চেইঞ্জ করতে পারবেনা। যা কিছু হালকা পাতলা করসে সবই শর্ট-টার্মের। শুধু ঢাকার ট্রাফিককেও যদি ডিসিপ্লিনে আনতে পারতো, তাইলেও বলতাম এরা পারবে। কিন্তু এই হেডমটাও দেখাইতে পারলো না।
তরুণ যেই ছেলেরা উপদেষ্টা হইলো, এরা আসলে কি কি চেইঞ্জ আনসে মৌলিক আমি আজো জানিনা। ফারুকী ভার্সিটির কলাচারাল ক্লাবের প্রেসিডেন্ট এর একটা প্রো মেক্স ভার্সন জাস্ট। এর বাইরে বাকিরা যা যা ভালো কিছু করসে এগুলা সবই শর্ট টার্ম টিকে থাকার মতন। আর আমরা সাধারণ মানুষেরা এতটাই আশাবাদী হয়ে ছিলাম/আছি যে হালকা ভালো কিছু দেখলেও খুশিতে গদগদ হয়ে যাচ্ছি। এরমানে আসলে আমরা ইউনুসেকচ্যুয়াল হয়ে গেছি তা না আসলে। আসলে, বহুদিন পর, বহু ত্যাগে আসা এই সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে এইটা আমরা মানিতে পারতেসিনা, তাই যেমনে যা পারতেসি তা দিয়ে আশা টিকেয়ে রাখতেসি।
সবচেয়ে বড় যেই পরিবর্তনটা দরকার ছিলো, সেইটা হইলো রাজনীতির স্টাইলে। কিন্তু ৫ তারিখের কিছুদিন পরেই বিএনপি সেই পুরানো স্টাইলে শহীদদের রক্তের উপর সমাবেশ করে জানায় দিসে তারা কোনো পরিবর্তনে বিশ্বাসী না। এরপর থেকে দেখলাম সেইম স্টাইলে টকশো চলতেসে, জিএম কাদের কুত্তার মতন ঘেউ ঘেউ করতেসে, নতুন দলের পোলাপান দাপট দেখাচ্ছে, জামাতের দাদু চুম্মা খেয়ে বেড়াচ্ছে। ডিবি হারুনের ধনের সাইজের কোনো চেইঞ্জই আসে নাই। বেহায়া-বেয়াদব যেই রাজনৈতিক কালচারকে শাসন করে ঠিক করার কথা ছিল, সেই বেয়াদবদের উল্টা আস্কারা দিয়ে যাচ্ছে এই সুশীল সরকার।
রাজনীতির এইসব পরিত্যাক্ত কেরেক্টারদের ইউনূসের এইভাবে ননাই ননাই করে চলার মানে কি? নিজের গ্লোবাল ইমেজ রক্ষা? নাকি সাধারণ মানুষের স্লোগান উনি শুনেন নাই? নাকি কানে নিচ্ছেন না?
যাই হোক, এই যে শেষ সুযোগটা আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, এইটা নিয়ে আমি আফসোসে ভুগছি না। প্রচন্ড রাগের মধ্যে আছি। বিশ্বাস ভঙ্গের রাগ। এই রাগ লীগের কুত্তার বাচ্চাদের উপর না, বিএনপির নিমকহারাম গুলোর উপর না, জামাতের মুনাফিক গুলার উপর না, এনসিপির ভক্সদ গুলার উপর না, পুরা রাগ গিয়ে পড়তেসে ইউসুফ সরকারের উপর।
To ইউসুফ সরকার,
"আমাকে কেন জোছনা দেখালি?"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


