আমার চাকুরী জীবনের ১৬ মাস পর প্রথম বেতন পাই। বেতন পাওয়ার আগে পর্যন্ত আমাকে লজিং মাস্টার হিসেবে থাকতে হয়েছে। বেতন পাওয়ার পর লজিং মাস্টার হিসেবে না থাকার সিদ্ধান্ত গ্রহন করি। সিদ্ধান্ত মোতাবেক আমাকে বাসা খুঁজতে হয়। ব্যাচেলর এর বাসা খুঁজে পাওয়া খুবই দূরহ একটা কাজ। আমার এই বাসা খোঁজার ক্ষেত্রে খুব সহযোগিতা করেছেন এক চাচী। চাচী আমার রক্তের সম্পর্কের কেউ না হলেও তিনি আমার জন্য যা করেছেন তা যদি আমি ভুলে যা্ই, তবে অকৃতজ্ঞ হয়ে আমাকে থাকতে হবে।
যাক ঐ চাচীকে নিয়ে গেলাম এক বাসায় বাসা ঠিক করার জন্য। বাড়ির কর্তা হিসেবে ঐ বাড়ির মহিলা ছিলেন প্রধান। মহিলার সাথে আমার চাচী-ই কথা বার্তা বললেন। বাড়িওয়ালা মহিলা আমার সম্পর্কে জানার পরে বললেন “ আমার বয়স ও কম তার (আমার) বয়স ও কম” এত অল্প বয়সের ছেলে কাছে বাড়ি ভাড়া দেওয়া যাবে না। কথাটা শুনার পর আমি লজ্জ্বায় রেগে যাই। এই কথার মাধ্যমেতো মহিলা নিজেই নিজের দূর্বলতা প্রকাশ করেছেন। উল্লেখ্য ঐ মহিলার একটি ছোট বাচ্চা (১/২ বছরের মধ্যে) ছিল। পরে ঐখান থেকে ফিরে আসলাম। এরপর আরেক বাসায় যাই। ঐ বাসায় যাওয়ার পর এই বাড়িওয়ালীর বক্তব্য হচ্ছে এ্ই রকম “ আমার ঘরে উপযুক্ত মেয়ে আছে, আমি ব্যাচেলরকে বাসা ভাড়া দিব না”। শুনে আমি মনে মনে বললাম যে ভবিষ্যতে ব্যাচেলর এর কাছে মেয়ে বিয়ে দিবেন না, একটা বিবাহিত ছেলে দেখে বিয়ে দিবেন। যাক কথাটি মুখ ফুটে বলতে পারি না। শেষ পর্যন্ত আমার ঐ চাচীর বাসার পাশেই একটি টিন শেড বাড়িতে একটি রুম ঠিক করা হয়। এই বাড়িওয়ালী সামনে কোন মন্তব্য করেন না্ই। তবে আমার কাছে তার বাড়ির একটি রুম ভাড়া দিলেন। বাড়িতে আর ও দুইটি রুম ছিল তা অন্য এক ব্যাচেলর এর নিকট ভাড়া দিলেন। শুরু হল আমার ব্যাচেলর জীবনের পথ চলা।
ব্যাচেলর হিসেবে বাসা ভাড়া নিলেও আমার হাড়ি-পাতিল, খাট কিছুই ছিল না। এতদিন অন্যের বাড়িতে ছিলাম বলে এসব এর আর প্রয়োজন হয়নি। তবে এখন প্রয়োজন। আমার এই প্রয়োজনীয় সব জিনিস পত্র হাড়ি-পাতিল, দা, প্লেট, চামচ, খাট, তোশক, স্টোভের চুলা এমনকি বদনা পর্যন্ত সবই আমাকে দিয়েছেন। আমি আজীবন কৃতজ্ঞ ঐ চাচীর কাছে। চাচীর কাছ থেকে দূরে চলে আসলেও আজও তার সাথে যোগাযোগ করি। চাচীর খোঁজ খবর নেই। আমার ব্যাচেলর জীবনের পথ যাত্রায় চাচীই ছিলেন আমার একমাত্র কাছের মানুষ। সেই ব্যাচেলর জীবনের যাত্রা আজ অবধি চলছে, এখনও ব্যাচেলর নামটি মুছতে পারি নাই। তবে এর মাঝে বাসা পরিবর্তন করতে গিয়েও পূর্বের মত সমস্যায় পড়ি। সহৃদয়বান যে বাড়িওয়ালা আমাকে বাসা ভাড়া দিয়েছেন সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




