জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতির দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি আয়োজিত সংহতি সমাবেশে পার্টি নেতারা এ দাবি জানান।
সেই সঙ্গে জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশকে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়ারও আহ্বান জাানিয়েছে সিপিবি।
ফিলিস্তিনের জাতীয় মুক্তি আন্দোলনের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী চক্রান্তের প্রতিবাদে সিপিবি এ সংহতি সমাবেশ ও মিছিলের আয়োজন করে।
সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সংহতি বক্তব্য রাখেন ফিলিস্তিন-ইরাক সংহতি পরিষদের আহ্বায়ক অধ্যাপক কে এ এম সা’দ উদ্দিন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় নেতা অধ্যাপক এম এম আকাশ, আহসান হাবিব লাবলু, হাসান তারিক চৌধুরী, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাসান তারেক।
ফিলিস্তিনের ছাত্রদের পক্ষ থেকে সমাবেশে বক্তব্য রাখেন আব্দুর রহমান নজ্জর।
ঢাকার ফিলিস্তিন দূতাবাস সিপিবির এ সমাবেশের উদ্দেশে একটি সংহতি বার্তা পাঠায়।
এছাড়া বাংলাদেশের অবস্থানরত প্যালেস্টাইনের ছাত্ররা এ সমাবেশে উপস্থিত থেকে সংহতি জ্ঞাপন করেন।
সভায় নেতারা বলেন, জাতিসংঘ কর্তৃক স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি আজ বিশ্বের সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রসমূহের সম্মিলিত দাবি। মার্কিন সাম্রাজ্যবাদ ও তার দোসররা চক্রান্তমূলকভাবে এ গণদাবিকে পদদলিত করছে।
তারা বলেন, ‘সাম্রাজ্যবাদ তার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য জাতিসংঘকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধে ফিলিস্তিনের জনগণ পাশে ছিল। আজ ফিলিস্তিনি জনগণের মুক্তি সংগ্রামের সঙ্গে থাকা বাংলাদেশের জনগণের ঐতিহাসিক দায়িত্ব। বাংলাদেশের সরকারের উচিত সে ঐতিহাসিক উত্তরাধিকার ও দায়িত্বকে সম্মান প্রদর্শন করা।’
নেতারা জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের পক্ষ থেকে জোরদার অবস্থান নেওয়া ও বিশ্ব জনমত গঠনে উদ্যোগী ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




