সেখানে আমার একটা কমেন্ট চোখে পড়ে। ওদের একটা পোস্টে আড্ডাবাজ কমেন্ট করেছেন। সেটা হলো: "চেতনা 71 এর মা'রে ... "
আমি খুব অবাক হয়ে আড্ডাবাজের কাছে ব্যপারটা জানতে চাই। তিনি খুব লজ্জিত হয়ে ব্যপারটা খোঁজ নিয়ে আমায় জানান।
আড্ডাবাজ এর নাম ব্যবহার করে, France এর প্যাঁরি থেকে এক জন ঐ কমেন্ট করেছেন ওখানে! ঐ সাইট এর কমেন্ট এর সাথে লেখকের IP address ছিল, যা থেকে লেখকের লোকেশান বের করা গিয়েছে। সবার সুবিধার্তে লোকেশান টার একটা ছবি দিয়ে দিচ্ছি এখানে। [ধন্যবাদ আড্ডাবাজ]
আমরা যারা এখানে ঘোরাফেরা করি, তারা কি এমন কোনো রাজাকার কে চিনি যিনি France এর প্যাঁরি থেকে লেখেন? যার 71 বিদ্্বেষ আছে?
বেচারা, এমন ভাবে ধরা খাবে বোধহয় ভাবেনি!
প্যাঁরি বাসি 'ইয়ে' কে বলছি, তুই জামাতি!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



