রাজধানীতে মেয়েদের উত্যক্তকারীদের তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শহিদুল হক।
গতকাল শুক্রবার দুপুরে মিরপুরের শাহআলী থানায় কমিউনিটি পুলিশের কার্যক্রম বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এতথ্য জানান।
শহিদুল হক বলেন, "সবগুলো থানায় উক্তত্যকারীদের তালিকা তৈরি হচ্ছে। এগুলো তাদের অভিবাবকদের কাছে পাঠানো হবে, যাতে তারা সন্তানদের নিয়ন্ত্রণ করে।"
এসময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৃহস্পতিবার প্রকাশ করা বিশ্ব মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সেখানে ডিএমপির কোন পুলিশ সদস্যের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের ও বিভাগীয় তদন্ত হবে।"
মিরপুরের থানা এলাকায় মেয়েদের উক্তত্য করার বিভিন্ন অভিযোগ বিষয়ে কমিউনিটি পুলিশের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
কমিউনিটি পুলিশিংয়ের ফলে ছয় মাস আগের তুলনায় স্থানীয় অপরাধের হার অনেক কমেছে বলেও দাবি করেন শহিদুল।
তিনি কমিউনিটি পুলিশ সদস্যদের কাজে সহায়তা করার জন্যে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




