গত বছর শীতের তীব্রতা ছিল বিগত যে কোন বছরের তুলনায় বেশি।ফলে ঢাকার ফুতফাতে ছিন্নমূল মানুষের কষ্টের সীমা ছিলনা। অনেকে সারারাত আগুন জালিয়ে বিনিদ্র রজনী পার করে। প্রতি বছরের মত এবারও গরিব দুখী মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে ড্রিম মেকারের সদস্যরা। দুদিন ধরে ঢাকার বিভিন্ন স্থান থেকে শীত বস্ত্র সংগ্রহ কার্যক্রম চলে। মাইকে ঘোষনা দিয়ে বিভিন্ন পাড়া মহল্লা থেকে শীত বস্ত্র সংগ্রহ করা করে ড্রিম মেকারের সদস্যরা। তারপর ৩১শে জানুয়ারী ঢাকায় এবং ৪ঠা জানুয়ারী বান্দরবান এবং বগা লেক এলাকায় গরিব দুখী মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
৩১শে জানুয়ারী গভীর রাত পর্যন্ত চলে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম। এত অংশ নেয় ড্রিম মেকাকরের এক ঝাক তরুণ।
আমাদের ক্যামেরায় তোলা কিছু ছবি-
বান্দরবান এবং বগা লেক এলাকায় গরিব দুখী মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করছে ড্রিম মেকার এর তরুণরা।
পূববর্তী ইভেন্ট-
পাবনায় ইঞ্জিনিয়ার কামাল সাহেবের বাড়িতে আমরা ক'জন
সৈজন্যে- ড্রিম মেকার
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




