যমুনার ছাঁয়া
__________
আমি এক ডানা ভাঙ্গা পাখি কৌশলে অতিক্রম করি যমুনার বুক
সাথে উড়ে যায় ছায়া
রুপালী
ধুসর
সবুজ
ধাতব জানালায় পড়ে থাকা বাঁকানো চিবুক
আর তুমি জলে থাক
মাছ হও
কীট হও
স্রোত হও
কখনোবা বালি ছুয়ে দুলে যাও জলের মাস্তুল
তোমাকে দেখে যাই, ছুঁয়ে যাই
তবুও বুঝে উঠতে পারিনা
এ মনদেহ ও তোমার শতরুপের মাঝে
এখনো বিস্তর ফারাক রয়ে গেছে যমুনা !!
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


