তারিখ: 19-11-06
প্রতি: সকল শ্রোতা কাব
প্রিয় শ্রোতাবন্ধু,
চলতি বছরের 3 ডিসেম্বর চীন আন্তর্জাতিক বেতারের 65তম প্রতিষ্ঠা বার্ষিকী। ইতোমধ্যেই পত্র মাধ্যমে আপনারা জেনেছেন ডিসেম্বর মাসে ঢাকায় সি আর আই লিস্নার্স কাব অব বাংলাদেশ-এর উদ্যেগে চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতা কাবগুলোর 2য় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা 2006 সালের সম্মেলনের রেজিস্ট্রেশন ফি 100 টাকা নগদে বা প্রাইজবন্ডে জমা দিয়েছেন কেবল সে সকল কাবের নাম ও ঠিকানা সম্মেলন উপল েপ্রকাশিতব্য ডায়েরীতে প্রকাশিত হবে (2005 সালের অনুরুপ)। নির্ধারিত সময়ের পর কোনো চাঁদা পেঁৗছালে রেজিস্ট্রেশন করা সম্ভব হবে না। 2006 সালের চাঁদা রশিদের ক্রমিক অনুযায়ী কাবের ঠিকানা অগ্রাধিকার ভিত্তিতে ডায়েরীতে মুদ্রিত হবে। সম্মেলনে অংশ নেয়া বা চাঁদা প্রেরণের েেত্র কোন রকম বাধ্যবাধকতা নেই। সি আর আই বাংলা বিভাগ কতর্ৃক অনুমোদিত শ্রোতা সংঘ ছাড়াও নব গঠিত শ্রোতা কাবগুলো সম্মেলনে নির্ধারিত নিয়মে অংশ নিতে পারবে।
চীন আন্তর্জাতিক বেতারের 65তম প্রতিষ্ঠা বার্ষিকী উপল েসম্মেলনে বিশিষ্ট শ্রোতা এবং শ্রোতা কাবকে পুরস্কৃত করা হবে। প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ দিনে আপনার কাবের প থেকে সি আর আই বাংলা বিভাগে একটি অভিনন্দন বার্তা পাঠাতে অনুরোধ করছি।
চিঠিতে পূর্ণ ঠিকানা লিখতে ভুলবেন না। সি আর আই, বেইজিং থেকে পাঠানো ঠিকানায় আপনাকে পত্র প্রেরণ করা হয়েছে। ঠিকানা সঠিক না হলে ইংরেজি ও বাংলায় সঠিক ঠিকানা লিখে জানাবেন। আপনার ঠিকানায় কোন কুরিয়ারে চিঠি পাঠালে সহজে পাবেন তাও লিখে জানাবেন।
আসুন আমরা সবাই মিলে সি আর আই বাংলা বিভাগকে আরও সমৃদ্ধ করি।
বাংলাদেশ চীন মৈত্রী দীর্ঘজীবী হোক।
ধন্যবাদান্তে
সৈয়দ রেজাউল করিম বেলাল
বাংলাদেশ প্রতিনিধি
চীন আন্তর্জাতিক বেতার
ও
চেয়ারম্যান
সি আর আই লিস্নার্স কাব অব বাংলাদেশ
চাঁদা প্রেরণের ঠিকানা:
শওকত হোসেন মজুমদার
সি আর আই লিস্নার্স কাব অব বাংলাদেশ
প্র/ ডলফিন ফটোস্ট্যাট এন্ড স্টেশনারী
হোটেল আশরাফী ভবন
12 আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা-1217
অবগতির জন্য: অনুলিপি প্রেরিত হলো
পরিচালক, বাংলা বিভাগ, চীন আনর্্তজাতিক বেতার, বেইজিং, চীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



