মালদ্বীপ সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে সেভেন ওয়ান্ডর্স ফাউন্ডেশন!!!
নির্বাচন প্রক্রিয়ার অস্বচ্ছতা, মোটা অংকের টাকা দাবি এবং সর্বোপরি জাল ভোটের (এসএমএস, ফোন এবং
ওয়েবে যতখুশী তত ভোটের বিধান) নির্বাচন করায় মালদ্বীপ সরকার গত ১৭ মে ২০১১ তে তাদের
মন্ত্রীসভার বৈঠকে সেভেন ওয়ান্ডার্স নির্বাচন প্রতিযোগিতা থেকে নিজেদের দেশকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। চিঠি মারফত সরকারী সেই সিদ্ধান্তের কথা ফাউন্ডেশনের মালিক বার্নার্ড ওয়েবারকে জানিয়েও দেয়। কিন্তু এর প্রতিউত্তোরে সংগঠনটি বলেছে; "মালদ্বীপ এখনও প্রতিযোগিতায় রয়েছে। কারণ কোন দেশ এই প্রতিযোগিতায় থাকবে কি থাকবে না তার একক সিদ্ধান্ত নেয়ার কর্তৃত্ব সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের। কোন সরকারী এজেন্সি তথা মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কোন এখতিয়ার নেই।"!!! (Geneva-based foundation’s head of communications, Eamonn Fitzgerald, that the Maldives was till in the competition “because the authority to withdraw a participant from the campaign is a decision for New7Wonders alone, not for any government agency.”)
একটি স্বাধীন সার্বভৌম দেশের গণতান্ত্রিক সরকারের সিদ্ধান্তের প্রতি সেভেন ওয়ান্ডার্স কর্তৃপক্ষের এমন অবজ্ঞা প্রদর্শন ও রুদ্রমূর্তি দেখে সেদেশর পর্যটন অঙ্গসংস্থা The Maldives Marketing and PR Corporation (MMPRC) একে বিবেচনা করছে "মালদ্বীপের স্বার্বভৌমত্বের অধিকারের ক্ষুন্ন করেছে" (New7Wonders “infringing sovereign rights of Maldives” by keeping country in competition, claims MMPRC) হিসেবে।
আর তাই সেদেশের সরকার সাফ জানিয়ে দিয়েছে; "গণতান্ত্রিকভাবে নির্বাচিত একমাত্র মালদ্বীপ সরকারই তার দেশ ও জনগণের জন্য কিছু করার বৈধ কর্তৃপক্ষ, অন্য কেউ নয়।" কিন্তু এতকিছুর পরও মালদ্বীপ সরকারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে; সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন মালদ্বীপকে তাদের তথাকথিত নির্বাচনের শেষ ধাপ ২৮ চূড়ান্ত প্রতিযোগীর তালিকায় রেখে দিয়েছে !!!
আর আমরা??? আমরাও স্বাধীন দেশ। আমাদের সরকারও গণতান্ত্রিকভাবে নির্বাচিত। কিন্তু আমরাই কিনা আমাদের দেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্থান ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবনকে একটি অস্বীকৃত আন্তর্জাতিক প্রতারক চক্রের ব্যবসার উপাদানে
পরিণত করেছি!!!
আর মালদ্বীপের মতো যদি আমাদের সরকারও যদি এই সত্য উপলব্ধিপূর্বক সিদ্ধান্ত নেয় তথাকথিত এই প্রতিযোগিতা
থেকে সরে আসে; সেক্ষেত্রে আমাদেরকেও একই গ্লানীকর পরিণতি ভোগ করতে হবে। বার্নার্ড ওয়েবার সেদিন মালদ্বীপের মতো বাংলাদেশ সরকার তথা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে স্বদর্পে বলবে; তুমি কোন সরকার হে...তুমি কোন দেশ হে...তোমাকে থোড়াই কেয়ার করি আমি!!! একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতি এতবড় স্পর্ধা দেখাতে পারে যে সংগঠন; তার নির্বাচিত প্রাকৃতিক সপ্তাশ্চর্য কী আদৌ গ্রহণযোগ্য হবে বিশ্ববাসীর কাছে???
বিস্তারিত পড়ুন: Click This Link target='_blank' >এখানে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




