কাঠের এই দরজাতে টোকা দিয়ে গেছি কত
বুনেছি যন্ত্রণা অঙ্গুরীয়ে
শূণ্যতার অস্বস্তি কাটানোর অভিপ্রায়ে
রেখেছি মস্তক অবনত প্রতিদিন
পিঁপড়ের লয়ে লোকালয়ে
বৃক্ষের হেমন্ত বিলাস টিলায় টিলায়
হলুদে বাদামীতে আজ বড় সখ্যতা
তীর্যক রশ্মিগুলো রঙ ঢেলে রেটিনায়
কেমন ঢেকে রাখে আবশ্যকতা
সুকুমার আলোচনা প্রিয় কোন জায়গায়
চোখাচোখি চাপাহাসি আবেগের শীত্কার
ঝালমুড়ি ভাগাভাগি নিষ্পাপ আব্রুরা
কখন ভঙ্গুর সমঝোতায়
বিপরীত ভূমিতে তুমি আমি অস্হির
অপরিচিত অস্হিতে বেধেঁছি বিশ্বাস
নিরবে মেনে নিয়ে মেতেছি সংগ্রামে
মননের বিভ্রমে দীর্ঘ হতশ্বাস
অজ্ঞান আপন করে রিমোটটা হাতে নিয়ে
দূরদর্শনই সমীকরণ
নিরবে নিরবধি টোকা দিয়ে দরজায়
ভাবি শাণ দিয়েছি এই ভঙ্গূর চেতনায়
এ দুয়ার ইস্পাতের জীবন বৃক্ষ অসত্য
(প্রয়াত সণ্জীবদা ও বন্ধু শিউলী-কে)
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




