ফেসবুক আজ মায়ের ভালবাসায় ভাসছে!!
সনাতন ধর্মে লোকেরা সারা বছর দেবী লক্ষ্নীর পূজা, সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা, জ্ঞানের মতো অমূল্য সম্পদে জন্য স্বরস্বতীর পূজা, শক্তির জন্য কালী পূজা করা হয় আরো ইত্যাদি ইত্যাদি।
আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই মানব জীবনের সবচেয়ে প্রয়োজনীয় তিনটে উপাদান ' জ্ঞান, অর্থ, শক্তি' তিনটি উপাদনই আমরা মায়ের কাছ থেকে পাই। আমার কাছে মিথ গুলো খুবই তাৎপর্যপূর্ণ মনে হয় কারণ মায়ের পূজার মাধ্যমে নারীর প্রতি সম্মানকে দেখানো হয়েছে। নারীর প্রতি সম্মান না থাকলে কেউ নারী মূর্তির পূজা করতো না। এজন্য সবাই মায়ের কাছে মাথা নত করে। অন্যদিকে মুসলিম ধর্মে বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেসত।
মায়ের মাতৃরূপী শক্তিই কারণেই মাকে আমরা পূজা করি মায়ের পায়ের নিচে বেহেসত পাই। বেহেসত বলতে সুখকেই বুঝায়।
কিন্তু আমাদের সমাজে মন্দিরে মাকে যতটা সম্মান দিই ততটা কী ঘরে দিই? আমাদের এই কথাটাও মনে রাখতে হবে আমার স্ত্রী কিন্তু আরেক জনের মা। তাই শুধু 'মা' নয় সমগ্র নারীকেই আমাদের সম্মান দেখানো উচিত। নিজের মাকে ভালবাসলাম আর দুনিয়ার মাকে গালি দিলাম তা করলেই মায়ের প্রতি ভালবাসা প্রকাশ পায় না।
বি:দ্র: প্রতি রাতে মোবাইল ফোনে i love u. i love u । বিবাহিত জীবনে প্রতি রাতে বৌকে চুমু খেয়ে i love u, i love u বললেও বউকে বিশ্বাস করাতে বেগ পেতে হয় কিন্তু মা'কে সারা জীবন কিছু না বললেও শুধু মাত্র মায়ের কায় ঘেষে বসলেই মা বুঝে আমরা মাকে কতো ভালবাসি। আর যেন কোন মা-বাবা কে বৃদ্ধাশ্রমে না যেতে হয় তাই কামনা করি।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১২ ভোর ৪:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




