এক সন্ধ্যায়, রাকিব বসে ছিল কলেজ ক্যাম্পাসের ফাঁকা বেঞ্চে। হঠাৎ এক অচেনা বৃদ্ধ এসে বসে পড়লেন তার পাশে। চুপচাপ কিছুক্ষণ কাটানোর পর বৃদ্ধ প্রশ্ন করলেন,
— "তুমি কি জানো তুমি কে?"
রাকিব অবাক। বলল,
— "আমি রাকিব। দ্বিতীয় বর্ষে পড়ি। আপনি?"
বৃদ্ধ হেসে বললেন,
— "আমি একজন পথিক। জীবনের পথে হাঁটতে হাঁটতে খুঁজছি মানুষদের, যারা নিজের পরিচয় জানে।"
রাকিব চুপচাপ বসে থাকল। মনে মনে ভাবতে লাগল— 'আমি তো রাকিব, কিন্তু এটাই কি আমার প্রকৃত পরিচয়? আমার স্বপ্ন কী? লক্ষ্য কী? আমি কাকে খুঁজছি?'
বৃদ্ধ উঠে দাঁড়ালেন।
— "যেদিন তুমি সত্যিই বুঝবে তুমি কে, সেদিনই পথ খুলবে সামনে।"
বৃদ্ধ চলে গেলেন। রাকিব গভীর চিন্তায় ডুবে রইল। সেদিন থেকেই রাকিব নিজের খোঁজে বের হলো— নিজের সত্যিকারের "আমি" কে জানার যাত্রায়।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০২৫ সকাল ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


