somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নজরুল সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা
(দ্বিতীয় খণ্ড)

০১ লা জুন, ২০১৪ রাত ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২. রবীন্দ্রনাথ- নজরুল বিরোধ?

"শ্বশুর না হইলে রবি
আমি হতাম বিশ্বকবি!"

রবীন্দ্রনাথ নজরুলের শ্বশুর ছিলেন— এই ধারণা বাঙালির মনে কোত্থেকে উদিত হল তা আমার জ্ঞানের অতীত। ...

( পূর্বালোচনাসূত্রের পর)

আশালতা সেনগুপ্তা ওরফে প্রমীলাদেবীর পিতা বসন্তকুমার সেনগুপ্ত। তিনি ছিলেন ত্রিপুরার জমিদারের নায়েব; অন্যসূত্রে জানা যায়, তিনি ছিলেন কুমিল্লার তখনকার মেজিস্ট্রেট ড. উমাকান্তের পেশকার। এসব ইতিহাস এখন ধোঁয়াশাচ্ছন্ন। অন্তত এটুকু নিশ্চিত যে, বসন্ত কুমার সে সময়ে জমিদার ছিলেন না। তবে একটু ভেবে দেখার বিষয় হল, বসন্ত কুমার অর্থাৎ প্রমীলাদের তেওতার বাড়িটি সেখানকার জমিদার বাড়ির দেয়াল ঘেঁষা ঠিক পাশের বাড়িই। সে অর্থে প্রমীলাদের বংশপরম্পরা জমিদার বংশের সঙ্গে যুক্ত কি না তা অনুসন্ধান সাপেক্ষ।

তেওতার ইতিহাস ঘেটে যেটুকু জানা যায়, তা হল, পনের শতকের গোঁড়ার দিকে পাঁচুসেন নামের এক ব্যক্তি সেখানে জমিদারী প্রতিষ্ঠা করে পঞ্চানন ঠাকুর (মতান্তরে পঞ্চানন্দ ঠাকুর) নাম গ্রহণ করে বসবাস আরম্ভ করেন। এই পঞ্চানন সেন বা ঠাকুরকে প্রমীলার পূর্বপুরুষ ধরে নিচ্ছি আপাতত। (পূর্ব খণ্ডে এরকমই ইঙ্গিত করেছি।)

এবারে আসি রবীন্দ্রনাথ প্রসঙ্গে। তাঁর পূর্বপুরুষেরা জাতভ্রষ্ট পিরালী বামুন ছিলেন। সেই বামুনদের একজন ছিলেন পঞ্চানন ঠাকুর। এই পঞ্চানন ঠাকুরেরই পরম্পরা হলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথের পিতামহ।
ঠাকুর পঞ্চাননের পূর্বপুরুষের নিবাস বাংলাদেশের যশোরে। জাত নষ্টের ব্যাপারটা এখানে ঘটে। সে দীর্ঘ আলোচনা অন্যত্র হবে।

এখন এই দুই পঞ্চানন ঠাকুর যদি এক ব্যক্তি হনও, তাতেও তেমন কোন ভরসা দেখি না। এটা সত্য যে, রবীন্দ্রনাথ পরিবারের বাংলাদেশে জমিদারীসূত্রে আসা যাওয়া ছিল। এবং তেওতার জমিদার বিপ্লবী সমর্থক কিরণ শংকরের সঙ্গে রবীন্দ্রনাথ এবং নজরুলেরও সৌহার্দ্য ছিল। আত্মীয়তার কোন আভাস এখানে মেলে না।

সে মতে, বংশপরম্পরা থাকেও যদি, তাতে বসন্ত কুমারের পরিবারের সঙ্গে কোন দহরম মহরমের নজির নেই।

রবীন্দ্রনাথ নজরুলের চাচাশ্বশুর— এই তথ্য কিভাবে প্রতিষ্ঠা পেয়েছে আমি জানি না। উপর্যুক্ত কোন কবিতার চরণ নজরুল কখনও কোথাও কৌতুকচ্ছলে ব্যক্ত করেছিলেন কি না তাও আমার অজানা। আমি এখনও খোঁজ খবর করে যাচ্ছি।

রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের সম্পর্ক ছিল স্নেহ ও শ্রদ্ধার। রবীন্দ্রনাথ নজরুলকে স্নেহস্বরূপ "তুই" বলে সম্বোধন করতেন।
এই দৃষ্টান্তটুকুই তাঁদের সম্পর্ক যাচাইয়ে যথেষ্ট।*

এছাড়াও রবীন্দ্রনাথের স্নেহের পরিচয় মেলে নজরুলের ধুমকেতু পত্রিকার শুভেচ্ছা বাণীতে। রবীন্দ্রনাথ সেখানে লিখেছিলেন—

"কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষূ,
আয় চলে আয়রে ধুমকেতু।
আঁধারে বাঁধ অগ্নিসেতু,
দুর্দিনের এই দুর্গশিরে
উড়িয়ে দে তোর বিজয় কেতন।"

ধুমকেতু পত্রিকার প্রতিটি সংখ্যার প্রথম পৃষ্ঠায় এই শুভেচ্ছাবাণী ছাপানো থাকত।

নজরুল যখন কারাবরণকালে সেখানকার নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ অনশন আরম্ভ করেছিলেন, তখন স্নেহশীল রবীন্দ্রনাথ উদ্বিগ্ন হয়ে টেলিগ্রাম করেছিলেন—

"Give up hungerstrike, our literature claims you."

মানুষের মনে ওসব ভ্রান্ত ধারণা কে ঢুকিয়ে দিয়েছে জানি না! নজরুল যখন বিদ্রোহী কবিতাটি লিখে ফেললেন, তখন তিনি সোজা চলে এলেন রবীন্দ্রনাথের কাছে প্রথম। চেঁচিয়ে খলখলিয়ে বললেন, আমি তো আপনাকে এবার হারিয়ে দিতে পেরেছি! আপনি হেরে গেছেন!

রবীন্দ্রনাথ হেসে বললেন, কিভাবে?

নজরুল তখন তাঁকে ঘিরে বৃত্তাকারে তাঁর চারপাশে ঘুরতে ঘুরতে আবৃত্তি করতে লাগলেন

"বল বীর—
বল উন্নত মম শির!
শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির।
........"

রবীন্দ্রনাথ হিম হয়ে পুরোটা শুনলেন এবং মৌন পর্বতের মতো ঠায় দাঁড়িয়ে থেকে বললেন, নজরুল, তুমি সত্যিই আমাকে আজ হারিয়ে দিয়েছ তোমার এই কবিতা দিয়ে!

এই ছিল তাঁদের মধ্যকার সম্পর্ক!

হ্যাঁ, বিবাদও ছিল তাঁদের মধ্যে। একটি বিবাদ ছিল। নজরুল রক্তের সমার্থক হিসেবে "খুন" শব্দটি ব্যবহার করেছিলেন, আর রবীন্দ্রনাথ তাতে প্রবল আপত্তি জানিয়েছিলেন। শেষতক কেই তাঁদের অভিমত পাল্টাননি। এটুকুই বিবাদ। এতে তাঁদের সম্পর্কেরও কোন অবনতি ঘটেছে বলে প্রতীয়মান হয় না।

লোকমুখে শোনা যায়, রবীন্দ্রনাথ নাকি নজরুলের লেখা চুরি করেছিলেন, রবীন্দ্রনাথের ভাতিজি প্রমীলা (!) নাকি তাঁর চমতকার সব লেখা রবীন্দ্রনাথকে পাচার করে দিয়েছিলেন! এই কারণে নাকি নজরুল মরমে আঘাতপ্রাপ্ত হয়ে নির্বাক হয়ে গিয়েছিলেন!
আরো প্রচলিত আছে যে, প্রমীলা নাকি রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্বের অবস্থান বজায় রাখতে নজরুলকে স্লো পয়জনিং করেছিলেন!

যাঁরা এরকম ধারণা পোষণ করেন, তাঁরা নিঃসন্দেহে রবীন্দ্রনাথ, নজরুল কিংবা কাব্যশৈলী, কাব্যপ্রতিভা এবং ব্যক্তিচেতনার ধরণ ও প্রভেদ সম্পর্কে কোন ধারণা রাখেন না।

আমাদের বাংলাদেশীদের মধ্যে রবীন্দ্রনাথের সাম্প্রদায়িক মনোভাব ও পূর্ববঙ্গবাসীদের প্রতি তাঁর প্রকাশিত বিদ্বেষের কারণে রবীন্দ্রনাথের প্রতি একটি যৌক্তিক মনঃক্ষুণ্নতা আছে। তা সত্ত্বেও এটি অস্বীকার করার উপায় নেই যে, রবীন্দ্রনাথের প্রতিভা সমগ্র বঙ্গসন্তান অপেক্ষা অধিক উচ্চে।
সাহিত্য প্রতিভার ক্ষেত্রে রবীন্দ্রনাথের সঙ্গে কারোরই তুলনা চলে না।

সে হিসেবে এটা নিশ্চিত যে, রবীন্দ্রনাথের মতো ব্যক্তিত্বের কখনই কারো লেখা চুরি করার বিন্দুমাত্রও প্রয়োজন পড়ে না।

প্রমীলাদেবীর সঙ্গে রবীন্দ্র পরিবারের কোন প্রকার যোগাযোগের নজির এখনও মেলেনি। সুতরাং স্লো পয়জনিং ইত্যাদি লোককথা কেবলই অজ্ঞের রটনা।

নজরুল সশ্রম কারাদণ্ড ভোগ করেছিলেন এবং সেখানে নির্যাতনেরও শিকার হয়েছিলেন। অন্যদিকে পরম আদরের শিশুপুত্র বুলবুলের অকালমৃত্যুতে নজরুলের আবেগী কবিহৃদয় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল।

নজরুলের বাকহীনতায় আক্রান্ত হবার পেছনে এ'দুটি বিষয় দায়ী বলে আমি মনে করি।

আজ এপর্যন্তই প্রমীলা- নজরুলের সংসার এবং এসংক্রান্ত ভ্রান্ত ধারণার জবাব পাবেন আগামী পর্বে।

*পুনশ্চ—

১. বাংলা কবিতার শ্রেষ্ঠ প্রতিভা জীবনান্দ দাশকে রবীন্দ্রনাথ কখনই দেখতে পারতেন না।

২. রবীন্দ্রনাথের মতো শ্রেষ্ঠ প্রতিভা যদি দ্বিতীয় কেউ থাকেন তবে তিনি বুদ্ধদেব বসু।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৪ রাত ১:৩৭
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গরমান্ত দুপুরের আলাপ

লিখেছেন কালো যাদুকর, ২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫৯




মাঝে মাঝে মনে হয় ব্লগে কেন আসি? সোজা উত্তর- আড্ডা দেয়ার জন্য। এই যে ২০/২৫ জন ব্লগারদের নাম দেখা যাচ্ছে, অথচ একজন আরেক জনের সাথে সরাসরি কথা... ...বাকিটুকু পড়ুন

রাজীব নূর কোথায়?

লিখেছেন অধীতি, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২৪

আমি ব্লগে আসার পর প্রথম যাদের মন্তব্য পাই এবং যাদেরকে ব্লগে নিয়মিত দেখি তাদের মধ্যে রাজীব নূর অন্যতম। ব্যস্ততার মধ্যে ব্লগে কম আসা হয় তাই খোঁজ-খবর জানিনা। হঠাৎ দু'একদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:০২



ইউটিউব হুজুর বললেন, মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে। তখন নাকি নিজ যোগ্যতায় ঈমান রক্ষা করতে হয়। আল্লাহ নাকি তখন মুমিনের সহায়তায় এগিয়ে আসেন না। তাই শুনে... ...বাকিটুকু পড়ুন

×