ঈশান বায়ূ অগ্নি নৈঋত ২০২২/০৭
(ইরানি কৌতুক)
এক ইরানি, এক ইসরাইলি ও এক নাজি মরুভূমি দিয়া হাইট্টা যাইতাছিল।
এমুন সোমায়,
''আল্লার কি কুদরত ! লাঠির ভিত্রে শরবত !!,
বালু ফুইড়া বাড়াইলো ! আলাদ্দিনের চেড়াগ !!
তিন হালাই থুক্কু তিন পোলাই উতলা হইয়া গ্যালো।
তিন জনে মিল্লা, দিলো জোরছে ঘষষা !!
বাইরাইয়া আইলো আলাদ্দিনের দৈত্য, কইলো, "শুকরিয়া জানাব, আমারে আজাদ করার নিমিত্ত।
'বিনিময়ে, কি চাহ শঙখচিল ?'
তিন নাদানের তিনটা খায়েশ পূর্ণ করিবো, কহ "
বাচাল ইরানি, মুছলমানের "বেরেন", ১ ঘন্টা "গো-এষণা" কইরা কইলো,
আমরারে দুইনার সব হালারা যাতে, পেরেশানিতে আছি।
অর মায়েরে বাপ... (টুট টুট) অগো সানডে মানডে ক্লোজ কইরা দিতাম,
যদি পাইতাম উমদা ১০,০০০ ট্যাংক"
দৈত্যঃ মঞ্জুর! জাঁহানপানা!!
জ্ঞানপাপী ইসরাইলি ১ মিনিট দেমাগ খাটাইয়া কইলো,
আমার দ্যাশ আছে খাতরে মে, পুঙির পুতেগো ট্যাংকের অছিলায়।
আমার ইরাদা, দ্যাশের চাইরদিকে দেওয়াল কইরা দেও ট্যাংক ঠেকাই, আমরার পাছাও বাঁচাই।
দৈত্যঃ মঞ্জুর! হুজুর আলা !!
কর্মযোগী নাজি ১ দন্ড রগরাইয়া, কইলো,
“এই দেওয়ালের হাকিকত বাতলাও জ্বীন।“
দৈত্য বাণী উগরাইলোঃ ওক্কে,
এই দেওয়াল ১,০০০ মিটার উচ্চ,
১০০ মিটার মোটা
আর তৈরি সলিড স্টিলের ।
শুদ্ধমাত্র হেলিকপ্টার বা প্লেনে নিষ্ক্রান্ত হইবার উপায়।
নাজি ক্ষণিক ভাবিয়া জিগাইলো,
"কিছুই ভেদ করতে পারে না, তাই না? "
দৈত্যঃ বিলক্ষণ, হুজুরে আলা !
নাজি কইলো,
"তাইলে আর কি? দেও পানি দিয়া ভইরা।"
(অনূদিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



