ঈশান বায়ূ অগ্নি নৈঋত ২০২২/০৮
নতুন বোতলে পুরনো মদ
.......................................
জিবরাইলের বেহেশত (বাংলাদেশ পার্ট) ও দোজখ পরিদর্শন
জিবরাইল ফেরেশতা আদিষ্ট হইয়া বেহেশত দোজখ পরিদর্শনে গেল। বেহেশতের আঙিনায় গিয়াই আছাড় খাইয়া কোমর ফ্র্যাকচার হইয়া গ্যালো।
বেহেশত বাসীর কোনো কাম নাই তাই সারাদিন ভিলেজ পলিটিক্স নিয়া ব্যস্ত। যত্রতত্র পানের পিক ফেইলা আঙিনা পিচ্ছিল কইরা রাখছে আর তাইতেই জিবরাইলের আছাড়।
জিবরাইল দেখলো প্রাসাদ গুলার সাদা দেয়াল পানের পিক ফেইলা লাল কইরা ফেলছে। লাল পিলারগুলাতে পানের চুন দিয়া যা তা অবস্থা।
হুর লইয়া কি করতাছে জানি না, গেলমানেরা (প্রমোদ বালক ?!?!) ক্রিষ্টাল গেলাসে মদীরা ভইরা ছুটাছুটি করতাছে।
(গেলমান, খুব খেয়াল কইরা ফারুইক্কা!)
জিবরাইল বিরক্ত হইয়া গেলো দোজখে। ভিতরে ঢুইক্কা দ্যাখে কি, এলাহি কারবার ! কিয়ের আগুন কিয়ের তাপ ? ইগলুর মতো ঠান্ডা বড়িয়া বড়িয়া ডোম !!!
ক্যামনে কি ??
ঘটনা হইলো, দোজখে হান্দাইছে আইনষ্টাইন থেইক্যা হালের স্টিফেন হকিং পর্যন্ত দুইন্যার বিজ্ঞানী আর নাস্তিক। হালারা, থুক্কু বিজ্ঞানীরা মিল্যা আগুন আর তাপ কামে লাগাইয়া শক্তি বানাইয়া সেন্ট্রাল এসি ইত্যাদি ইত্যাদি বানায় লইছে।
ঐহানে আরও আছে দুইন্যার তাবৎ নাইক্যা। এক ডোমে "জিনা লো লো ব্রিজ্রিতা"-রে কোলে লইয়া বইস্যা আছে বিজ্ঞানী আইনষ্টাইন, আরেক ডোমে আমগো এরশাদ কাক্কু " পরীমনি"-রে সোহাগ করতাছে।
জিবরাইলের মতিভ্রম হইলো। ঘোষণা দিলো, "আমি এহানেই থাকবাম! "

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



