শীত এসে পড়লো, যারা ভালো আছে তাদের জন্য শীত মানে নতুন কিছু নয় ঋতুর পরিবর্তন মাত্র কিংবা বিনোদন ও উৎসব পর্ব ।অনেকেই এই শীতকে অনেকে ভাবে উপভোগ করবেন । কিন্তু আমাদের পাশের যারা ভালো থাকে না তাদের জন্য ঋতুর এই পরিবর্তন শীত হচ্ছে ঠাণ্ডার সাথে যুদ্ধ করা । যাদের কাছে খাদ্যটাই অনেক কঠিন ব্যাপার সেখানে শীত থেকে বাঁচাতো অনেক দূরহ ব্যাপার ।
প্রতিবারের মত এবার ও আপনার সামান্য প্রচেষ্টা হ্য়তোবা তাদের কে দিতে পারে একটু উষ্ণতা_________
আমরা যে ভাবে অংশ গ্রহণ করতে পারি :
_____________________
১.অর্থ
২.নতুন বা ব্যবহার উপযোগী গরম কাপড়
৩. নতুন বা ব্যবহার উপযোগী কম্বল / চাদর
৪.নতুন বা ব্যবহার উপযোগী কাপড়
*** পুরাতন দ্রব্যের ক্ষেত্রে অনুগ্রহ করে ধুয়ে দিবেন ।
সংগ্রহের শেষ তারিখ : ০৫ই জানুয়ারী ২০১৩
যোগাযোগ করুন :
১. ০১৯৭০৩০৩০০৩ (তূর্য্য - Uttara ,Mirpur, Dhanmondi Area)
২. ০১৯৭০২০২০০২ ( জাবেদ - Malibagh , Khilgao , Paltan Area )
৩. ০১৬৭৫৯৫২০০৯ ( আবরার - Bashundahra R/A )
Those who want to donate money for warm cloth from aboard are requested to contact us through Email.
[email protected]
** এই ইভেন্টেই দানকৃত ব্যাক্তির নাম সম্পর্কে আপডেট Astha group এ দেওয়া হবে
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




