আজকে দুপুরে নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে হয়েছিল।আমার এরায়টেল ফোনে কে যেন ফোন করল এবং আমাকে জানালো যে আমি নাকি ২০ জনের মধ্যে একজন ভাগ্যবান যে কিনা এয়ারটেলের লটারী জিতেছি এবং আমি তাতে টাকা পেয়েছি ।টাকার অংকটাইতো লিখা হলনা । আমার মত একজন মানুষের জন্য অংকটা অনেক বড় ৭৫৬০০টাকা ।শুনেতো চোখ বড় হয়ে গেল নিজেকে কেমন জানি মনে হল ঈদের সময় এমন টাকা হাতে আসবে ভাবতে তো পুলকিত হয়ে যাচ্ছিলাম।যাই হোক অবশেষে মহান ফোনদাতা কে বললাম কি করে পাবো ।আমার থেকে ও সেই বেশি জানাতে আগ্রহী মনে হল তাতে টার লাভ আমার থেকেই বেশি।টাকা পাওয়ার ২টা উপায় জানালেন
১/টাকাটা আমার ফোনে আসবে এবং ২ বছর মধ্যে কথা বলে শেষ করতে হবে ।
২/ব্যাংক অথবা পোস্ট অফিসের মাধ্যমে পেতে পারি।
এর মধ্যে আমার সাথে ভাগে ভাগে ২জন কথা বললেন পুরাই উরাদুরা ।
সব ঠিকঠাক বাদ সাধল আমার প্রিপেইড ফোনে তাতে তো আর ৫০০০টাকার বেশি নাকি লোড হয়না (আমার এতো টাকা কোন দিন লোড করতে হয়নি তাই জানা নাই )
তাহলে নো টেনশান তার ও উপায় আছে আমাকে আমার ফোনে ১০০০টাকা লোড করতে হবে তাতে সব হয়ে যাবে তার পর তারা জানাবে কখন কি করে ব্যাংক থেকে টাকাটা উঠাবো। খুব ভালো আমি তখন গাড়িতে এখন তো টাকা ফোনে লোড করতে পারবোনা ।টাকাটা আবার কার্ডে লোড করতে হবে।খুব গোপন ভাবে কেউ যেন না জানে আজকাল নাকি অনেকে টাকা সরিয়ে ফেলে।যাই হোক আমার মত ৫০ টাকা লোডের টা কেউ এখনো নেইনি হয়তো দয়া করেছে ।
আমি যখন রাস্তাই তার জন্যও নো টেনশান এয়ারটেলে অনেক চিন্তা আছে তাই তারা আমাকে ৩০মিনিট দিবে তার মধ্যে লোড করতে হবে। তার পারবোনা তাহলে আরো ১০ মিনিট না হলে আমি আর টাকা পাবো না । এবং এই পুরো সময় তারা আমার ফোনে থাকবে।তাদের এক সিনিয়র ম্যাডাম আমাকে জানাবে কি করে আমি ফোনে টাকা রিচার্জ করবো। যাই হোক তখন তো বুঝলাম যাক বাবারা আমার কাছে টাকাটা এই ভাবে নেওয়ার চিন্তা করছে ।যাই হোক খুব আশা দিয়ে বললাম আমি ১০ মিনিটের মধ্যে কার্ডের মাধ্যমে রিচার্জের ব্যবস্থা করছি।
কি আর করা এ সময় দিলাম এয়ারটেল হেল্প লাইনে ফোনে তাদর বললাম পুরো ব্যাপার টা তারাতো শুনে বললো এমন কোন অফার তাদের নেই ।
মহামান্য সেবাকারীদের ফোননংটা চাইলো।
সবার সাবধেনের জন্য আমি নং টা দিয়ে দিচ্ছি : ০১৬৮৮০৮৮২৯৭
হয়তো আরো অনেক এমন নং আছে হয়তো অনেক না বুঝে টাকাটা দিয়ে ও দিবে । খুব সাবধান এদের থেকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




