নির্ভজাল ছুটি কাটাচ্ছি যদিও কিছু কিছু কর্ম করছি । পুরোপুরি ছুটি কাটাতে হলে ঐ পারে যেতে হবে (তারপরে হয়তো পাপ পুণ্য নিয়া অনেক কাজ করতে হতে পারে যাই হোক ঐ ব্যাপারে আমি বড়ই অধম ) ।কারন আপাতত খাদ্য গ্রহনের কর্মটা করতে হয় তার সাথে ফ্রি টিভি দেখছি। খাদ্য গ্রহন একটা মৌলিক চাহিদা তাই কর্মের তালিকা থেকে তাকে বাদ দিলাম যদিও এই মহান জগৎ সংসারে যা কিছু ঘটে তার বেশির ভাগই পেটের জন্যই। তবুও এই কর্মটাকে কেউ গুরুত্বপুর্ণ কর্মের তালিকায় স্থান দেয়না।
জীবনে মনে হয় এটাই প্রথম বার আমার এমন কর্মহীন সময় কাটানো আর কিছু না হলে ও আমি কম্পিউটারে কিছু না কিছু করেছি কিন্তু এইবার বিধিবাম সেটাও পারি না । কি আর করা সবই তেনার ইচ্ছা আমার মেনে নেওরা (উপায় নাই)
সারাদিন টিভি নামক বস্তুটাই আমার সুশীল সঙ্গী। গত কয়দিন চ্যানেল নামক ফুল লতায়, পাতায় যা দেখছি তাতে আমার মায়ের মত যারা সারাদিন সংসারে মায়াজালে আবদ্ব তাদের জন্য কষ্ট লাগলো।
আমার মা সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা টিভি রিমেোট নিয়ে থাকে এই সময় আমরা কেউ তার থেকে খুব আহামরী কিছু না থাকলে তাকে জ্বালাই না । কারন তার বিনোদিনটা এরমধ্যে সীমাবদ্ব তাই আমরা দুভাই বোন তাকে নিরলস ভাবে দেখতে দেই। তার দেখার বিষয় নাটক রান্না ট্রাভেল প্রোগাম। এই গুলা সব দেখে সে স্টার জলসা , জি বাংলা, সনি, জিওগ্রাফী, টিএলসি তে। ইন্ডিয়ান চ্যানেল নাটক মানে এক স্বামী কত বৌ , এক মেয়ের শত বিয়ে তার সাথে ফ্রি কুটনামীতো আছে বেশির ভাগই কি একজন পিসি বা মাসী ঐ বাড়িতে থাকবে আর কুটনামী করবে। উফফফ বিরক্ত হয়ে গেছি গত কয়দিনে তাই আম্মু কে বলছি চল বাংলাদেশের চ্যানেলে, আমার নিজের অনেক বন্ধুদের নাটক আজকাল প্রায় চ্যানেলে হচ্ছে তাই মোটামুটি জোর করে দেখানো শুরু করলাম কিন্তু কপাল আমার ঐ পুরানো কলেরা রোগটা এখনো সারেনি এত এত প্রতিষেধক আসলো কিন্তু কলেরা আর গেল না বাংলা চ্যানেল থেকে। তাই যা হবার তাই হল আম্মু আমার উপর একটু খেপলো এই জন্যই দেখতে ই্চ্ছে করে না এত্ত এত্ত এ্যাড দিলে কার ভাল লাগে । ও্হহ কলেরা কি তাইতো বললাম না আমি এ্যাডকে বুঝিয়েছি। বাংলা চ্যানেলের জন্য এটাকে আমার এর চেয়ে ভাল কোন রোগ মনে হয়নি।
ভাল ভাল কিছু নাটক আছে , আছে এক ঝুড়ি রৃষ্ট পুষ্ট নষ্ট গানের অনুষ্ঠান যা মোটামুটি সব চ্যানেলে রাত ১০টা থেকে শুরু তার মধ্যে কলেরার প্রভাব। তার সাথে নিউজ চ্যানেলে চলে আলোচনা নামক ভুমিকম্প মাঝে মাঝে কাপনে টিভিটাই পড়ে যেতে চায়।
সবকিছু দেখে আমি সুশীল মেয়ের মত রিমোট টা ফেরত দিয়েছি দেখলাম দুদিনের বৈরাগী আমি শুধু শুধু আম্মুর সিরিয়ালে ব্যাঘাত ঘটানোর কোন অধিকারই নেই। পরে তার কটিনিটি প্রবেল হতে পারে । মিডিয়ায় এই কাজ করার সময় এই মহান প্রব্লেম নিয়া আমার অনেক অম্ল মধুর অভিজ্ঞতা আছে যেটা আপাতত মনে করতে চাই না।
আমার লিস্টে অনেক বন্ধু আছে যারা এখন নিজেরাই ভাল পরিচালক তাদের বলছি ভাইরা নাটক বানাও আর যাই বানাও সময়টা অনেক গুরুত্বপূর্ণ বাঙালী সময় না হয়ে ঘড়ির কাটার সময় হোক যখন বলবে তখন দেখাও কলেরা বিহীন একটু বিনোদন।জানি এটা নিজেরা চাইলেও পারো না চ্যানেল কে বুঝতে হবে তবুও একটু একটু করে না হয় চাইলে ........
জী বাংলা স্টার জলসা দেখলাম এই ব্যাপারটা মারাত্বক ঠিক মাঝের যেই এ্যাড গুলা দেয় তার সময়টাও ফিক্সড। পুরা ছকে হিসাব করা তাদের সব কিছু। আমি দেখলাম যে আমার বাসায় ঘড়ি না হলেও চলে সব নাটক ফিক্সড টাইমে নাটকের নাম দেখে বলে দেওয়া যায় এখন কয়টা বাজে .........
আশা করছি একদিন আমাদের নাটক দেখে ঘড়ির টাইম কেন আর হয়তো অনেক কিছুই বলা যাবে
সবকিছুর মদ্দা কথা হল "আমাকে কিছু মুভি ডাউনলোডের লিংক দিন সময়তো কাটেনা "

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




